বিয়ে করছেন বরুণ ধাওয়ান
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:০২ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার
অভিনেতা বরুণ ধাওয়ান এবং নাতাশা দালালের সঙ্গে প্রেমের সম্পর্ক দীর্ঘদিনের। যেকোন অনুষ্ঠান কিংবা বেড়ানোতে এক সঙ্গেই সময় কাটান এ জুটি। এবার দীর্ঘদিনের প্রেমিকা নাতাশাকে বিয়ে করতে চলেছেন বরুণ।
এর আগে এক রিয়েলিটি শো-তে এসে বরুণ নাতাশাকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করলেও কোনো তাড়াহুড়ো নেই বলেও জানিয়েছেন। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে, ২০১৯-এই নাকি গাঁটছড়া বাঁধবেন তিনি। তবে, বাড়ির বড়দের ইচ্ছাতেই নাকি এই সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে, নাতাশা ও ধাওয়ান দুই পরিবারেরই ইচ্ছে চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসুক বরুণ ও নাতাশা। কিন্তু এখনই বিয়ে করতে চান না বলেও জানিয়েছেন এ জুটি।
তবে পরিবারের চাপেই পড়েই নিজের এ সিদ্ধান্ত থেকে সরে আসতে হলো তাদের। জানা গেছে, চলতি বছরের মাঝামাঝি করে হবে এই হাই-প্রোফাইল বিয়ে।
