বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

সানাই কিসের অভিনেত্রী, প্রশ্ন শবনম ফারিয়ার

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৪৫ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

অপেশাদার ও অপ্রাসঙ্গিক ভিডিও ছড়ানোয় অভিযুক্ত সানাই মাহবুব সুপ্রভাকে এক হাত নিয়েছেন মডেল অভিনেত্রী শবনম ফারিয়া। রোববার সন্ধ্যা ৬টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে সানাইয়ের ওপর ক্ষোভ ঝাড়েন তিনি।

 

আমাদের সময় অনলাইন পাঠকদের জন্য শবনম ফারিয়ার পোস্টটি হুবহু তুলে ধরা হলো:

‘এদের মতো অসভ্য কুলাঙ্গারগুলার জন্য সবার নাম খারাপ হয়! সে নাকি অভিনেত্রী !!! কিসের অভিনেত্রী??? কোথায় কাজ করেছে??? কোন নাটক? কোন সিনেমা? শুধু শুধু অ্যাটেনশনের জন্য মিডিয়ার নাম বিক্রি!’

ফারিয়া আরও লেখেন, ‘এসব অশালীন মেয়েদের জন্য আমাদের একশো কথা শুনতে হয়! আর আমাদের মিডিয়া, যত ফকিন্নি/ঝকিন্নি আছে সেগুলো নিয়ে মাতামাতি! কেন এদের ভাইরাল করতে হবে? কেন এদের ইন্টারভিট নিয়ে যে জানে না, যে চেনে না তাকে জানাতে/চেনাতে হবে?’

‘কেন তার এসব অসভ্যতাকে এতদিন লাই দেয়া হলো? কেন প্রথমেই তাকে বয়কট করলো না মিডিয়া? কেন তার নামের পাশে অভিনেত্রী যোগ করা হলো???’

‘আমি সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিটকে ধন্যবাদ জানাই তাদের এই পদক্ষেপের জন্য!’

এর আগে জিজ্ঞাসাবাদের পর বিকেল সাড়ে ৪টার দিকে মুচলেকা নিয়ে অভিনেত্রী সানাই মাহবুব সুপ্রভাকে ছেড়ে দিয়েছে ঢাকা মহানগর পুলিশের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ। এর আগে দুপুর ৩টার দিকে অপেশাদার ও অপ্রাসঙ্গিক ভিডিও ছড়ানোর অভিযোগে সানাইকে নিয়ে যায় পুলিশ।