বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

কলকাতার উৎসবে অপু

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৪২ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

বাংলাদেশের ছবি নিয়ে কলকাতায় দ্বিতীয়বারের মতো বসেছে ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’। কলকাতার নন্দন চলচ্চিত্র কেন্দ্রের দুই নম্বর প্রেক্ষাগৃহে গতকাল এই উৎসবের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। উৎসবে অংশ নিতে আজ ঢাকা ছেড়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস।

 

১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই উৎসব চলবে আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এতে বাংলাদেশের ২৩টি সিনেমা প্রদর্শন করা হবে। এই তালিকায় আছে শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত ‘রাজনীতি’ ছবিটিও।

এ প্রসঙ্গে দৈনিক আমাদের সময় অনলাইনকে অপু বিশ্বাস বলেন, ‘এমন একটি উৎসবে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, আয়োজকদের ধন্যবাদ জানাই। এই উৎসবের মাধ্যমে কলকাতার দর্শক বাংলাদেশের সিনেমা দেখার সুযোগ পাচ্ছেন। দু’দেশের মধ্যে সংস্কৃতির বন্ধন গড়ে উঠেছে। আশা করি, বাংলাদেশের সিনেমাগুলো কলকাতার দর্শক উপভোগ করবেন।’ উৎসব শেষ করে আগামী ১৯ ফেব্রুয়ারি অপু ঢাকা ফিরবেন বলে জানিয়েছেন।

জানা গেছে, গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন পশ্চিমবঙ্গের পর্যটনমন্ত্রী গৌতম দেব, আইসিসিআর দিল্লির মহাপরিচালক রিভা গাঙ্গুলি দাস, চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ, বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান, চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌসসহ অনেকে। উৎসব আয়োজন করেছে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন। সহযোগিতা আছে বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়।

চারদিন ব্যাপী এই উৎসবে দেখানো হবে ‘পুত্র’, ‘আমাদের বঙ্গবন্ধু’ (প্রামাণ্য চলচ্চিত্র), ‘পোস্টমাস্টার ৭১’, ‘স্বপ্নজাল’, ‘দহন’, ‘রাজনীতি’, ‘হেডমাস্টার’, ‘জীবন ঢুলি’, ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’, ‘ঘেটুপুত্র কমলা’, ‘নুর মিয়া ও তার বিউটি ড্রাইভার’, ‘গহীন বালুচর’, ‘আলফা’, ‘জান্নাত’, ‘জন্মভূমি’, ‘রাজপুত্র’, ‘পাঠশালা’, ‘সনাতন গল্প’, ‘মহুয়া সুন্দরী’, ‘জাগে প্রাণ পতাকায় জাতীয় সংগীতে’, ‘খাঁচা’, ‘গেরিলা’ ও ‘চিত্রা নদীর পাড়ে’ ছবিগুলো।