শুক্রবার   ১৯ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৩ ১৪৩২   ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

৪০ বছর বয়সে গোল করে বুন্দেসলিগায় রেকর্ড

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৫৭ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

বিদেশি খেলোয়াড় হিসেবে ইতোমধ্যেই বুন্দেসলিগায় সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন পেরুর ফরোয়ার্ড ক্লদিও পিজারো। এবার সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে বুন্দেসলিগায় গোল করার আরেকটি মাইলফলক স্পর্শ করেছেন ওয়ার্ডার ব্রেমেনের এই স্ট্রাইকার। শনিবার হার্থা বার্লিনের সাথে ১-১ গোলে ড্রয়ের ম্যাচটিতে ইনজুরি টাইমে সমতাসূচক গোলটি করে এই অনন্য রেকর্ড গড়েন পিজারো।

 

৪০ বছর ১৩৬ দিন বয়সে পেরুর এই স্ট্রাইকার বুন্দেসলিগায় ১৯৫তম গোল করার কৃতিত্ব অর্জন করেছেন। বার্লিন অলিম্পিক স্টেডিয়ামে ৬১ মিনিটে মাঠে নামা পিজারোর এই গোলে ২৫ মিনিটে পিছিয়ে পড়া ব্রেমেন নাটকীয়ভাবে সমতা নিয়ে মাঠ ছাড়ে।

চেলসি, বায়ার্ন মিউনিখ ও কোলনের সাবেক এই খেলোয়াড় ম্যাচ শেষে বলেছেন, 'আমি দারুণ খুশি। এই এক পয়েন্ট আমাদের সহযোগিতা করবে। এই ম্যাচে গোল করতে পেরে আমি দারুণ গর্বিত।'

এর আগে ১৯৯৬ সালে ব্রেমেনের হয়ে মিরকো ভোটাভা ৪০ বছর ১২১ দিন বয়সে বুন্দেসলিগায় সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে গোলের রেকর্ড গড়েছিলেন।