বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

প্রেক্ষাগৃহে আসছে তায়েব-মাহির ‘অন্ধকার জগৎ’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৩০ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

‘সোনবন্ধু’র পর এবার ‘অন্ধকার জগৎ’ নিয়ে প্রেক্ষাগৃহে দর্শকদের মুখোমুখি হচ্ছেন দর্শকপ্রিয় অভিনেতা ডিএ তায়েব। বদিউল আলম খোকন পরিচালিত এ চলচ্চিত্রটিতে তায়েবের নায়িকা হিসেবে আছেন ঢালিউডের দর্শকপ্রিয় মুখ মাহিয়া মাহি। ‘অন্ধকার জগত’ ২২ ফেব্রুয়ারি দেশের ৮০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে ডেইলি বাংলাদেশকে জানিয়েছেন নায়ক ডিএ তায়েব।

 

এদিকে গত শনিবার বিএফডিসির ৮ নম্বর স্টুডিওতে চলচ্চিত্রটির একটি বিশেষ প্রদর্শনী হয়। অন্ধকার জগত- এর শিল্পী কুশলীদের সঙ্গে চলচ্চিত্রটি উপভোগ করেন বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক হাবিবুর রহমান, এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান, পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ প্রমুখ। এতে বিশেষ আকর্ষণ হিসেবে যোগ দেন নায়ক শাকিব খান।

বিশেষ প্রদর্শনীতে অংশনিয়ে শাকিব খান বলেন, বদিউল আলম খোকন ভালো নির্মাতা। ‘সোনাবন্ধু’ চলচ্চিত্র মুক্তির অনেক দিন পর তায়েব ভাইয়ের ছবি মুক্তি পাচ্ছে। যতটুকু দেখলাম, ভালো লেগেছে। চলচ্চিত্রে তায়েব ভাইয়ের পাশে সব সময় আছি আমি।

 

চলচ্চিত্রটির বিষয়ে ডি এ তায়েব বলেন, সন্ত্রাসজগতের গল্প নিয়ে ছবির কাহিনি। এর মধ্যে মানবতার গল্পও আছে। ছবিটি নিয়ে প্রেক্ষাগৃহের মালিকদের প্রচুর আগ্রহ আছে। চাইলে ১০০  প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দিতে পারতাম। আপাতত ৮০ টিতে দিচ্ছি।

‘অন্ধকার জগত’ চলচ্চিত্রটিতে ডিএ তায়েব মাহিয়া মাহি ছাড়া আরও অভিনয় করেছেন, মিশা সওদাগর, আনোয়ারা, আলেকজান্ডার বোঁ, মৌমিতা মৌ প্রমুখ।