প্রিমিয়ারে প্রশংসায় ভাসল ‘ফাগুন হাওয়ায়’
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:২৯ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার
গুণী নির্মাতা তৌকীর আহমেদ পরিচালিত চলচ্চিত্র ‘ফাগুন হাওয়ায়’ মুক্তি পায় গত শুক্রবার। সারাদেশের ৫২টি প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে ভাষা আন্দোলনের প্রেক্ষপটে নির্মিত এ চলচ্চিত্রটি। গতকাল শনিবার সন্ধ্যায় আমন্ত্রিত অতিথিদের জন্য ‘ফাগুন হাওয়ায়’ চলচ্চিত্রটির একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয় রাজধানীর ধানমন্ডিতে সীমান্ত সম্ভারে স্টার সিনেপ্লেক্সে।
এ বিশেষ প্রদর্শনীতে ‘ফাগুন হাওয়ায়’ পরিচালক তৌকীর আহমেদ ও তার স্ত্রী অভিনেত্রী বিপাশা হায়াত সহ উপস্থিত ছিলেন চলচ্চিত্রটির অভিনয়শিল্পী সিয়াম, তিশা, আবুল হায়াত, ফারুক আহমেদসহ প্রায় সবাই, এছাড়া সুরকার ও সংগীত পরিচালক পিন্টু ঘোষ ও রোকন ইমন এবং ছোট ও বড় পর্দার অনেক নির্মাতা আর তারকা প্রমুখ।
প্রদর্শনী সন্ধ্যা ৭টায় শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয় রাত আটটায়। ২ ঘণ্টা ১৬ মিনিটের এ চলচ্চিত্রটি প্রদর্শণী শেষ হওয়ার পর আমন্ত্রীত অতিথীরা তৌকীর আহমেদ, সিয়াম, তিশাসহ সবার প্রশংসায় পঞ্চমুখ হন। পরিচালক হিসেবে তৌকির আহমেদ ক্রমেই পরিণত হয়েছেন বলে মন্তব্য করেন অনেকেই। এ সময় তৌকীর আহমেদ দর্শকদের প্রেক্ষাগৃহে এসে ‘ফাগুন হাওয়ায়’ দেখার জন্য অনুরোধ করেন।
টিটো রহমানের ‘বউ কথা কও’ গল্পের অনুপ্রেরণায় নির্মিত হয়েছে ‘ফাগুন হাওয়ায়’ সিনেমা। ছবিতে এক মফস্বল শহরে ভাষা আন্দোলনের সময় মানুষের ভাবনা, আন্দোলন আর চেতনাকে রূপক অর্থে তুলে ধরেছেন তৌকীর আহমেদ। ছবিতে অভিনয় করেছেন তিশা, সিয়াম, আবুল হায়াত, আফরোজা বানু, ফারুক হোসেন, সাজু খাদেম, রওনক হাসান, শহিদুল আলম সাচ্চু, আজাদ সেতু, বলিউডের অভিনেতা যশপাল শর্মা প্রমুখ।
