জুটন চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:২৮ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার
এফডিসিতে প্রায়ত সাংবাদিক জুটন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৪টায় এফডিসির জহির রায়হান কালার ল্যাব অডিটোরিয়ামে এই স্মরণসভা হয়।
বাংলাদেশ কালচারাল রির্পোটার এসোসিয়েশনের উদ্যোগে এই স্মরণসভার আয়োজন করেন মনবর হোসেন। উপস্থিত ছিলেন- চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, বাংলাদেশ প্রদর্শক সমিতির সভাপতি ইপ্তেয়ার নওশাদ, চিত্রনায়ক ও প্রযোজক হেলাল খান, ওমর সানী, চিত্রপরিচালক সাইদুর রহমান সাইদ, শাহ আলম কিরন, সাংবাদিক নেতা রেজানুর রহমান, সাংবাদিক গীতিকার কবির বকুল, সৌকত সালাউদ্দীনসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই। তারা জুটন চৌধুরীর স্মৃতিচারণ করে বক্তব্য দেন।
গত বছর এদিনেই না ফেরার দেশে পাড়ি জমান জুটন চৌধুরী। মরণব্যাধি কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে মোহাম্মদপুর পিসি কালচারের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জুটন চৌধুরীর কর্মজীবন শুরু দৈনিক ভোরের কাগজ দিয়ে। সাংবাদিক ও সাহিত্যিক আনিসুল হকের হাত দিয়েই তার বিনোদন সাংবাদিকতার শুরু। এক সময় ভোরের কাগজ ছেড়ে যোগ দেন জনপ্রিয় পাক্ষিক ম্যাগাজিন ‘আনন্দধারা’। দীর্ঘদিন জুটন ‘আনন্দধারা’র প্রধান প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর নিজের সম্পাদনায় ‘বিনোদন চিত্র’ নামে একটি ম্যাগাজিন প্রকাশ করেন।
সবশেষ জুটন চৌধুরী দৈনিক সংবাদ প্রতিদিনে জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন। তিনি মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার মা জীবিত রয়েছেন। তার ভাই-বোনরা কানাডা ও ফ্রান্স প্রবাসী।
