আবারো পর্দায় আসছে যশ-মিমি রসায়ন
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:২৬ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার
কলকাতার জনপ্রিয় চিত্রনায়িকা মিমি ও অভিনেতা যশ দাশগুপ্ত জুটি বেধে এরইমধ্যে অভিনয় করেছেন ‘গ্যাংস্টার’ ও ‘টোটাল ধামাল’ ছবিতে। তারা আবারো ‘মন জানে না’ ছবিতে জুটি বেধে পর্দায় হাজির হচ্ছেন। শুধুমাত্র মন বা প্রেম নিয়েই তৈরি হয়নি ছবিটি। সঙ্গে রয়েছে মাদকচক্রের গল্পও।
সম্প্রতি প্রকাশ পেয়েছে ছবিটির ট্রেলার, শিগগিরই মুক্তি পাবে ছবিটি। শ্রী ভেঙ্কটেশ মুভিজের প্রযোজনায় ছবিটি পরিচালনা করছেন শগুফতা রফিক। বাংলায় এটি তার প্রথম ছবি। এর আগে তিনি বলিউডে চিত্রনাট্য লিখেছেন। এরমধ্যে বেশ কিছু বিখ্যাত ছবিও রয়েছে। তার মধ্যে রয়েছে ‘বোহ লমহে’, ‘রাজ’, ‘আওয়ারাপন’, ‘ধোকা’, ‘মার্ডার ২’, ‘জন্নাত ২’, ‘অঙ্কুর অরোরা মার্ডার কেস’, ‘হামারি অধুরি কাহানি’।
এ ছবিটি শুরু হবে মিমি আর যশের মিষ্টি প্রেমের গল্প দিয়ে। তারা ছবিতে অভিনয় করেছেন স্বামী-স্ত্রী চরিত্রে। তাদের নাম পরি ও আমির। আমির ছবিতে একজন ট্যাক্সি ড্রাইভার। সাদাসিধে ভাবে ভালোই চলছিল তাদের সংসার জীবন। কিন্তু এই সুখ বেশিদিন স্থায়ী হয় না। পরি ড্রাগ নিতে শুরু করে। আর আমির গ্যাংস্টার হয়ে ওঠে। হঠাৎই বদলে যায় তাদের জীবন। এরপর কী হল তাদের সঙ্গে? এ নিয়েই এগিয়ে যাবে ‘মন জানে না’ ছবির গল্প।
কয়েক দফায় ছবিটির নাম পরিবর্তন হয়ে সবশেষ রাখা হয়েছে ‘মন জানে না’। শুরুতে ছবিটির নাম ছিল ‘সেভেন’। সেখান থেকে ছবির নাম হয় ‘ট্যাক্সি ড্রাইভার’ এরপর ‘মন জানে না’। শুধু নামই নয়। পরিবর্তন হয়েছে ছবির নায়িকারও। প্রথমে নির্মাতারা নুসরাত জাহানকে ছবির নায়িকা চরিত্রের জন্য নেয়। কিন্তু কোনো এক কারণে সরে যান নুসরাত। পরবর্তিতে তার জায়গায় অভিনয় করেন মিমি।
