এবার মধ্যপ্রাচ্যে ‘দেবী’
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:২৪ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার
প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা মিসির আলি চরিত্রকে নিয়ে প্রথম উপন্যাস ‘দেবী’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘দেবী’ এবার মুক্তি পেতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে।
আসছে ২১ ফেব্রুয়ারি থেকে সংযুক্ত আরব আমিরাত, বাইরাইন, ওমানসহ ১০টি শহরের ১৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চলচ্চিত্রটি।
জানা গেছে, মধ্য প্রাচ্যে এর আগে বাংলাদেশের কোনো চলচ্চিত্র নিয়ে এতটা চাহিদা তৈরি হয়নি। এ বিষয়ে মিডিয়া মেজের উদ্যোক্তা আহমেদ ইখতিয়ার আলম পাভেল বলেন, ‘দেবী’ নিয়ে এখানকার বাংলাভাষাভাষীদের আগ্রহ ছিল দেখার মত। তাদের আগ্রহকে সম্মান জানাতেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই জনপ্রিয় চলচ্চিত্রের যাত্রা শুরু হচ্ছে মধ্যপ্রাচ্যে।
মিডিয়ামেজের ক্রিয়েটিভ ডিরেক্টর হাসিন রহমান রিয়াসাত বলেন, আরব আমিরাতের মধ্যে দুবাইয়ে ভিওএক্স ডেইরা সিটি সেন্টার, নভো ড্রাগন মার্ট টু, শারজাহের নভো মেগা মল, ভিওএক্স শারজাহ সিটি সেন্টার, আবুধাবীর ভিওএক্স ম্যারিনা মল, আল আইন শহরের আল আইন মল-এ প্রদর্শিত হবে ‘দেবী’। এছাড়া ওমানের রুইয়ি শহরের সিটি সিনেমা, সালালাহের সিটি সিনেমা, সোহারের সিটি সিনেমা, সুরের সিটি সিনেমা এবং বাহরাইনের মানামা শহরে প্রদর্শিত হবে ‘দেবী’।
এ প্রসঙ্গে ছবির প্রযোজক জয়া আহসান বলেন, মিসির আলি-রানু-নীলু-আনিস-আহমেদ সাবেতরা এখন মধ্যপ্রাচ্যে যাচ্ছে। বিষয়টি সত্যিই ভালো লাগার মত। দেশের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া সহ প্রবাসী বাংলাদেশীরা যেভাবে সবাই আমাদের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন, আশা করি মধ্যপ্রাচ্যেও তার ব্যতিক্রম হবে না।
