শনিবার   ০৯ আগস্ট ২০২৫   শ্রাবণ ২৫ ১৪৩২   ১৪ সফর ১৪৪৭

আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৪৯ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

বিদ্যুৎখাতে বিনিয়োগ, মাতারবাড়িতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল, বন্দর ও বাণিজ্য সম্প্রসারণ সংক্রান্ত চারটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত।

রোববার দুপুরে আবু ধাবির সেন্ট রেজিস হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সমঝোতা স্মারকে সই করে দুই দেশ। 

এর আগে ওই হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন আমিরাতের ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল। যার নেতৃত্ব দেন দেশটির অর্থনৈতিক সম্পর্ক বিষয়কমন্ত্রী সুলতান আল মনসুরী।

 

এসময় তারা বাংলাদেশে বিদ্যুৎ, বন্দর ও শিল্পখাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন। দুই দেশের বাণিজ্য সম্পর্ককে আরো এগিয়ে নিতে এ সময় একটি যৌথ বাণিজ্য কমিশন গঠনেরও প্রস্তাব আসে বৈঠকে।