রোববার   ২১ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৬ ১৪৩২   ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

মনের রোগ সম্পর্কে হাদিসে যা বলা হয়েছে

লাইফস্টাইল ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:২৭ পিএম, ১২ ডিসেম্বর ২০১৮ বুধবার

মাষের মনেও রোগ আছে। মন সুস্থ থাকলে বাস্তব জীবনে এর ইতিবাচক প্রভাব পড়ে। বিভিন্ন হাদিসে এই বিষয়টিকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আলেমগণ মন বা দিলের বেশ কিছু রোগ চিহ্নিত করেছেন। উল্লেখযোগ্য কিছু মনের রোগ তুলে ধরা হল।

দুনিয়ার লোভ
দীর্ঘ আশা। আরবিতে বলা হয় আমাল। একটি বাড়ির মালিক হয়েছে, চলবে না, আরেকটি বাড়ির মালিক হতে হবে। একটি গাড়ির মালিক হয়েছে, হবে না, আরেকটি গাড়ি লাগবে। একটি ফ্যাক্টরির মালিক হয়েছে, না, হবে না। আরেকটি ফ্যাক্টরির মালিক হতে হবে। আরও লাগবে, আরও লাগবে। হাল মিন মাজিদ! হাল মিন মাজিদ। এটা হলো দীর্ঘ আশা।

গোস্বা, রাগ
সীমাহীন গোস্বা। এতো গোস্বা হয় যে, ইনসান না জানোয়ার, বোঝা যায় না। এক সাহাবি রাসুলুল্লাহ (সা.) কে বললেন, আল্লাহর রাসুল! আমাকে কিছু উপদেশ দিন। রাসুলুল্লাহ (সা.) বললেন, গোস্বা করবে না। সে আবারও বলল, আল্লাহর রাসুল! আমাকে আরেকটি নসিহত করুন। রাসুল (সা.) আবারও বললেন, গোস্বা ত্যাগ করো। সাহাবি তৃতীয়বার অনুরোধ করার পরও রাসূলুল্লাহ একই জবাব দিলেন। তো যতবারই সাহাবি নসিহতের কথা বলেছেন, রাসূলুল্লাহ একই কথা বলেছেন, গোস্বা ছাড়, গোস্বা ছাড়।

মিথ্যা বলা
মিথ্যা তো এখন অভ্যাস হয়ে গেছে আমাদের। আমরা কথায় কথায় মিথ্যা বলি। মিথ্যার আশ্রয় নিই।

গিবত
এটা তো এখন ঘি-ভাত হয়ে গেছে। কোরআন মজিদে আল্লাহতায়ালা বলেছেন, তোমরা কী মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? গিবত হলো মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো। গিবতকে যেন আমরা ঘি-ভাত মনে না করি। সকাল থেকে সন্ধ্যা সারা দিন আমার সামনে কেউ যেন একটা গিবতও করতে না পারে। আমার সামনে কেউ গিবত করলে তাকে বলবেন, আমি নিয়ত করেছি, গিবত করব না। দোয়া করবেন, আমি যেন গিবত না করি, কারও গিবত না শুনি।

কার্পণ্য, কৃপণতা
শেখ সাদী (রহ.) বলেন, বখিল, কৃপণ যত বড় দরবেশই হোক, হাদিস বলে, সে জান্নাতে যেতে পারবে না। বড় বড় দান-খয়রাত করার দরকার নেই। ছোট ছোট দান-খয়রাত করা যেতে পারে। তবে যেন রিয়া না আসে। আজকের জুমার কথাই বলি, যখন নামাজের সময় পয়সা উঠানোর জন্য রুমাল নিয়ে যায় তখন দিইনি। তখন দিলে তো রিয়া এসে যেতে পারে