কোরীয় অভিনেতার প্রেমে পড়েছেন সুহানা
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৪:৫১ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৯ রোববার
বলিউডের আলোচিত সেলিব্রিটি কিড সুহানা খান। শাহরুখ খানের মেয়ের দিকে সব সময়ই ক্যামেরা তাক করা থাকে। তার খুঁটিনাটি নখদর্পণে বলিউড ভক্তদের। সম্প্রতি প্রেমের খবর জানিয়ে চমকে দিলেন তিনি।
আজকাল অনেকেই সুহানাকে বি টাউনের রাজকুমারী বলে থাকেন। তিনি বলিপাড়ার সেনসেশন হয়ে উঠছেন ধীরে ধীরে। ইতিমধ্যে নাকি সিনেমায় আসার জন্য সব রকম প্রস্তুতি নিয়ে ফেলেছেন। কিছুদিন আগে স্কুলের থিয়েটারে উইলিয়াম শেক্সপিয়ারের নাটকে জুলিয়েটের ভূমিকায় অভিনয় করে আলোচিত হয়েছেন।
এবার সুহানা নিজের সম্পর্কে একটি তথ্য জানালেন। যা অবাক করে দিয়েছে সবাইকে।
সম্প্রতি ইনস্টাগ্রামে ভক্ত ও বন্ধুদের সঙ্গে চ্যাট করছিলেন সুহানা। তাদের একজন জিজ্ঞাসা করেন, কোন অভিনেতার সঙ্গে তিনি ডেট করতে চান?
তড়িৎ-ই জবাব দেন সুহানা। তিনি জানায়, দক্ষিণ কোরিয়ার পপ গায়ক, অভিনেতা, গীতিকার ও মডেল কিম জুন-মিয়ানের সঙ্গে ডেট করতে চান।
মাস খানেক আগে ভোগ ম্যাগাজিনের মডেল হয়ে সমালোচিত হন সুহানা। বলা হচ্ছিল, শাহরুখের মেয়ে হওয়ার কারণে কোনো অভিজ্ঞতা ছাড়াই নামি ম্যাগাজিনের প্রচ্ছদে উঠে এসেছেন তিনি।
