বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

হোয়াটসঅ্যাপে মাকে বার্তা পাঠিয়ে অভিনেত্রীর আত্মহত্যা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:৫০ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৯ রোববার

মেসেজিং অ্যাপে মাকে বার্তা পাঠিয়ে আত্মহত্যা করলেন তামিল অভিনেত্রী ইয়াশিকা। ওই চিঠিতে তিনি প্রেমিকের বিরুদ্ধে প্রতারণা ও মারধরের অভিযোগ আনেন।

 

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, চেন্নাইয়ের জেকেএম কলোনির ফ্ল্যাট থেকে ইয়াশিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

পুলিশ বলছে, মাকে পাঠানো হোয়াটসঅ্যাপ মেসেজে প্রেমিক মোহন বাবুর বিরুদ্ধে প্রতারণা ও শারীরিক হেনস্তার অভিযোগ এনেছেন ‘মান্নার ভাগ্যাইয়ারা’ ছবিতে অভিনেত্রী ইয়াশিকা।

২১ বছর বয়সী অভিনেত্রীর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়েও প্রতারণা করেছেন মোহন। এমনকি একাধিকবার তাকে মারধর করেছে।

কয়েকমাস আগেই বেসরকারি সংস্থায় কর্মরত মোহন বাবুর সঙ্গে এক বাসায় থাকতে শুরু করেন ইয়াশিকা। বর্তমানে অভিযুক্ত প্রেমিকের খোঁজ চালাচ্ছে পুলিশ।

রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর তামিল সংস্করণের প্রতিযোগী হয়ে স্থানীয় দর্শকদের নজর রাখেন ইয়াশিকা। সিনেমায় বাড়ে তার ব্যস্ততা।