বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

পাক গায়কদের দিয়ে গান করালে, বন্ধ হবে ভারতের মিউজিক কোম্পানি!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:২৮ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৯ রোববার

পুলওয়ামার ভয়াবহ জঙ্গি হামলার পর দেশ জুড়ে উঠেছে পাক বিরোধী স্লোগান৷ এর জেরে বিপাকে পড়তে চলেছেন পাকিস্তানের গায়করা৷ ভারতে কাজ হারাতে পারেন তারা৷ শুরু হয়েছে সেই প্রক্রিয়া৷

বিভিন্ন মিউজিক কোম্পানিগুলোর সঙ্গে কথা বলে পাক গায়কদের আর সুযোগ না দেওয়ার দাবি জানিয়েছে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা৷ যে দেশের জঙ্গি সংগঠনের মদতে পুলওয়ামায় এত সেনাকে প্রাণ হারাতে হল সেই দেশের গায়ক–গায়িকাদের মিউজিক অ্যালবাম বের করুক কোম্পানিগুলো চান না সেনা সুপ্রিমো রাজ ঠাকরে৷ তাই শনিবার নবনির্মাণ সেনার তরফে তাদের আপত্তির কথা জানিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন মিউজিক কোম্পানিগুলোকে৷

 

এমএনএসের অন্যতম শীর্ষ নেতা আমে খোপকার জানান, টি সিরিজ, সোনি মিউজিক, ভেনাস, টিপস মিউজিক কোম্পানির সঙ্গে কথা হয়েছে৷ তাদের কাছে আর্জি জানানো হয়েছে যে আর পাকিস্তানি গায়কদের সঙ্গে তারা যেন কাজ না করেন৷ প্রচ্ছন্ন হুমকির সুরে তিনি জানান, কোম্পানি এর পরেও তাদের ব্যবসায়িক স্বার্থের কথা ভেবে পাক গায়কদের সঙ্গে কাজ করেন তাহলে এমএনএস নিজের মতো করে বুঝিয়ে দেবে৷

এর আগে টি সিরিজ রাহাত ফতে আলি খান ও আতিফ ইসলামের গান ইউটিউব চ্যানেলে বার করে৷ কিন্তু এমএনএসের আপত্তির পর গানগুলো কোম্পানির ইউটিউব চ্যানেল থেকে সরিয়ে নেওয়া হয়৷

অতীতেও বহুবার দেখা গিয়েছে, দুই দেশের উত্তেজনা বাড়লে তার প্রভাব এসে পড়ে সাংস্কৃতিক সম্পর্কে ও দ্বিপাক্ষিক ক্রিকেটে৷

২০১৬ সালে উরি হামলার পর রাজ ঠাকরে সব পাকিস্তানি শিল্পীদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছেড়ে যাওয়ার হুমকি দিয়েছিলেন৷

দু’‌দেশের মধ্যে ক্রিকেট সম্পর্ক এখনো এতটাই খারাপ যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে ২০১৩ সালের পর থেকে।

পুলওয়ামার ঘটনার প্রতিবাদে দেশপ্রেমের প্রমাণ দিতে গিয়ে করাচি সফর বাতিল করেছেন গীতিকার জাভেদ আখতার ও শাবানা আজমি৷