বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

কলকাতা থেকে উধাও বাংলা ভাষার সিনেমা!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:২৪ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৯ রোববার

কলকাতার প্রেক্ষাগৃহ থেকে উধাও খোদ বাংলা ভাষার ছবিই! অত্যন্ত অবাক ঘটনা হলেও আপাতত 'ভবিষ্যতের ভূত' নিয়ে এই তথ্যই বাস্তব। সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋতুপর্ণ ঘোষরা যে ইন্ডাস্ট্রির অংশ ছিলেন সেই ইন্ডাস্ট্রির বাংলা ছবি বন্ধ হয়ে গেল বাঙালির নিজের শহর কলকাতাতেই! শোনা যাচ্ছে ,কলকাতা পুলিশের তরফের নির্দেশ আসতেই এই ছবির প্রদর্শন বন্ধ হয়ে যায়।

 

 

যদিও ছবি পাশ হয়ে যায় 'সেন্সর বোর্ডে'। গোটা ঘটনা নিয়ে ধীরে ধীরে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ছে টলিউড থেকে সাধারণ দর্শকের মধ্যে। সৃজিতের স্পষ্ট বার্তা 'পদ্মাবত' এর স্ক্রিনিং দেশের বিভিন্ন হল-এ বন্ধ করার দাবি যখন উঠেছিল, তখন এ রাজ্যের মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন বাংলা বাক স্বাধীনতার পক্ষে। কিন্তু সেই বাংলা তেই অনীক দত্ত পরিচালিত ছবি 'ভবিষ্যতের ভূত' কিভাবে বন্ধ হয়ে যায়, তা নিয়ে প্রশ্ন উঠছে সব মহলেই। এ নিয়ে সৃজিত মুখোপাধ্যায়ও গর্জে উঠেছেন ক্ষোভে।

 

‘এটা যদি কোনো রাজনৈাতিক স্বার্থে হয়ে থাকে, তাহলে তা ঘৃণ্য!' এমনই বার্তা দিয়ে পরমব্রত চট্টোপাধ্যায়ও নিজের ক্ষোভ প্রকাশ করেছেন শহর কলকাতায় বাংলা ছবি 'ভবিষ্যতের ভূত' এর স্ক্রিনিং বন্ধ করা নিয়ে।

 

ঋদ্ধির দাবি এক ফেসবুক পোস্ট-এ ঋদ্ধি দাবি করেন, ফিল্মের কনটেন্ট নিয়ে কারোর কোনো বক্তব্য থাকতেই পারে, তবে যেখানে সেন্সর বোর্ড ছবি পাশ করে দিয়েছে, সেখানে কিভাবে তার প্রদর্শনী আটকানো হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন ঋদ্ধি।

 

আবির চট্টোপাধ্যায় আবির চট্টোপাধ্যায় ফের একবার প্রেক্ষাগৃহে ছবিটি ফিরিয়ে আনার দাবি জানিয়ে টুইটারে এক স্পষ্ট বার্তা দিয়েছেন। ক্ষুব্ধ আবিরের দাবি এতই ঘটনায় বাক স্বাধীনতা মানা হয়নি।

 

অনুপম রায় অনীক দত্ত পরিচালিত 'ভূবিষ্যতের ভূত' ছবিটি প্রেক্ষাগৃহ তেকে সরিয়ে নেওয়া নিয়ে রীতিমত ক্ষুব্ধ দর্শকরা। 'ছবিটা দেখতেই হবে', দাবি তুলে এক টুইট পোস্ট করেন সঙ্গীতশিল্পী অনুপম রায়।