সোমবার   ২৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৬ ১৪৩১   ২০ শাওয়াল ১৪৪৫

উত্তম কুমারের চরিত্রে ‍যিশু সেনগুপ্ত

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:১৫ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৯ রোববার

হিন্দি, বাংলা সহ অন্যান্য আঞ্চলিক ভাষায় দাপিয়ে অভিনয় করছেন অভিনেতা যিশু সেনগুপ্ত। ‘মনিকর্নিকা' ছবিতে কঙ্গনার বিপরীতে অভিনয় করে বেশ প্রশংসা পেয়েছেন যিশু। এবার আবার একটি আইকনিক চরিত্রে দেখা যাবে তাকে।

 

এবেলা পত্রিকার খবরে বলা হয়, যিশু জানান, এই ছবিতে উত্তম কুমারের চরিত্রে অভিনয় করাটা নিঃসন্দেহে চ্যালেঞ্জের ছিল। তবে সুবিধাও কিছু ছিল। কারণ অনেকেই জানেন না উত্তম কুমার সিনেমার বাইরে কেমন মানুষ ছিলেন। যিশুর প্রশ্ন, তার বিশেষ সেই ‘হাঁটা’ কি শুধুই সিনেমার জন্য ছিল? এরকম অনেক কিছুই দর্শকের জানা নেই, তাই সেই বিষয়গুলোকেই দর্শকের সামনে আনতে চেষ্টা করেছেন যিশু। তাই তিনি খুব বেশি ভয় পাচ্ছেন না।

তবে অভিনেতার কথায়, ‘মহালয়া’ ছবিটা শুধুমাত্র উত্তমময় ছবি নয়। এই ছবিটি আদ্যন্ত বাঙালিদের ছবি, বাঙালিয়ানার গল্প। নতুন প্রজন্মের অনেকেই জানে না উত্তম কুমার কোনও দিন এমন অনুষ্ঠান করেছিলেন বেতারের জন্য। সেই অজানা গল্পকেই পরিচালক শমীক সেন তুলে ধরবেন ‘মহালয়া’-তে।

যিশু সেনগুপ্তের কথায়, বাঙালির ম্যাটিনি আইডল উত্তম কুমারের জীবনের সব থেকে বড় ফ্লপ ছিল এই প্রজেক্ট। সেই গল্পই বলছে ‘মহালয়া’।