বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

ভিকি কৌশলের ওয়াশরুমের বাইরে সুন্দরী!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:১১ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৯ রোববার

‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ বক্স অফিসে ঝড় তুলেছে। ছবিতে ভিকি কৌশলের অভিনয় মন জিতেছে সবার। কিন্তু ‘হ্যান্ডসাম হাঙ্ক’ ভিকি জানিয়ে দিয়েছেন, মেয়েদের ব্যাপারে তিনি ততটা ‘প্লেয়ার’ নন। এই প্রসঙ্গে তিনি শেয়ার করলেন তার অদ্ভুত অভিজ্ঞতার কথাও।

 

এবেলা পত্রিকার খবরে বলা হয়, এক সাক্ষাৎকারে ভিকি জানিয়েছেন তার সঙ্গে নারী ফ্যানদের সম্পর্কের ব্যাপারে। খোলাখুলি ভিকির বক্তব্য, ‘আমি জানি না কী করে এটা হ্যান্ডল করতে হয়। আমি এত দ্রুত গলে যাই যে, আমাকে গ্লাসেও ঢেলে রাখা যায়।’

পরিস্থিতি বহু ক্ষেত্রেই হাতের বাইরে চলে যায়, সে কথা জানিয়েছেন ভিকি। একটি অভিজ্ঞতার কথা বলেছেন নায়ক। তিনি বলেন, ‘ওয়াশরুমের বাইরে এক সুন্দরী নারী দাঁড়িয়ে ছিলেন আমার সঙ্গে সেলফি তুলবেন বলে। আমরা সেলফি তুললাম। এবং তারপরেই তিনি বললেন, ‘ঠিক আছে, আমি ওই রুমে আছি এবং তোমার সঙ্গে বার-এ (পানশালায়) দেখা হচ্ছে। আমি জানিই না, এই পরিস্থিতিতে কী করা উচিত। ভেবে চমকে উঠি যে, এত আত্মবিশ্বাস তো আমার নেই!’

তিনি যে ‘প্লেয়ার’ নন তা পরিষ্কার করে দিয়েছেন এই মুহূর্তে ভারতের তরুণ প্রজন্মের অন্যতম হার্টথ্রব।