বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

`সেকুলার`দের ধুয়ে দিলেন সোনু

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:০৭ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৯ রোববার

পুলওয়ামার ঘটনায় গোটা ভারতে শোকের আবহ। বদলার আগুন জ্বলছে। আর এই প্রেক্ষাপটে 'সেকুলার'দের এক হাত নিলেন সোনু নিগম।

 

জিনিউজ পত্রিকার খবরে বলা হয়, এর আগে আজান নিয়ে নিজের মত প্রকাশ করে বিতর্কে এসেছিলেন সোনু নিগম। পুলওয়ামার ঘটনার পর কটাক্ষের সুরে ফেসবুক পোস্টে সোনু বলেছেন, 'পুলওয়ামায় হামলা নিয়ে এত দুঃখপ্রকাশ করছেন কেন? কয়েকজন সিআরপিফই তো মারা গিয়েছে। আপনারা এত দুঃখ কেন করছেন। যেটা করার সেটা করুন। ৪০ হোক বা ৪০০ সেটা করুন, যেটা সেকুলার লোকেরা করে। এসব আরএসএস, বিজেপি, হিন্দুত্ববাদীদের উপরে ছেড়ে দিন। সেকুলারদের মতো বলুন, ভারত তেরে টুকরে হোঙ্গে, আফজল হাম শরমিন্দা হ্যাঁ। ভারতে থাকতে গেলে সেকুলার মানসিকতা রাখুন। বন্দে মাতরম বলা যাবে না। নমস্তেও বলবেন না। লাল সালাম বলুন।’

 

 

বৃহস্পতিবার দুপুরে সাড়ে ৩টা নাগাদ পুলওয়ামার অবন্তীপোরায় সিআরপিএফ কনভয়ে ফিঁদায়ে হামলা চালায় জইশ-ই-মোহাম্মদ জঙ্গি আদিল আহমেদ। ৩৫০ কেজি বিস্ফোরক বোঝাই এসইউভি নিয়ে এসে জঙ্গি আদিল আহমেদ ধাক্কা মারে কনভয়ের একটি গাড়িতে। বিস্ফোরণে উড়ে যায় গাড়িটি। গাড়ি হামলার পরই গ্রেনেড, গুলিও ছোঁড়া হয় কনভয় লক্ষ্য করে। ভয়াবহ এই হামলায় ৪৪ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছে। তবে সরকারি তরফে দাবি করা হয়েছে, শহিদ হয়েছেন ৪০ জন জওয়ান। এরমধ্যে ৩৬ জন জওয়ানের দেহ শনাক্ত করা গিয়েছে। বাকি ৪ জনের দেহ শনাক্ত হয়নি।