‘রঙিন পাতা’য় মুরাদ-অধরা
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:৪৫ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৯ রোববার
এনটিভির জনপ্রিয় বিনোদনমূলক ধারাবাহিক অনুষ্ঠান 'রঙিন পাতা’। অনুষ্ঠানটির ৭৫তম পর্বে অতিথি হয়েছেন সাংবাদিক এ এইচ মুরাদ এবং অভিনেত্রী অধরা খান। রোববার রাত ৯টায় অনুষ্ঠানটি প্রচারিত হবে।
সাংবাদিক এ এইচ মুরাদ বলেন, সাংবাদিকদের নিয়ে এই অনুষ্ঠান মিডিয়ায় অনেক আলোচিত। সংবাদমাধ্যম ও চলচ্চিত্রের অনেক বিষয় নিয়ে আমরা কথা বলেছি।
অন্যদিকে, 'নায়ক' ও ‘মাতাল' ছবির নায়িকা অধরা খান বলেন, রঙিন পাতা অনুষ্ঠানের বেশকিছু পর্ব আমি দেখেছি। আমরা ভীষণ ভালো লেগেছে। আশা করছি, আমাদের পর্বটিও দর্শক উপভোগ করবেন।
কাজী মোহাম্মদ মোস্তফার পরিকল্পনা ও প্রযোজনায় রঙিন পাতা অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন শ্রাবণ্য তৌহিদা। অনুষ্ঠানটির গ্রন্থনা ও গবেষণা করেছেন নাইস নূর।
