কালবৈশাখীর আগেই ঝড়ের পূর্বাভাস বেলাল খানের!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:৪৩ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৯ রোববার
পঞ্জিকার হিসেব মতে বৈশাখ মাস আসতে বাকী প্রায় দুই মাস। সাধারণত বৈশাখ মাসেই কাল বৈশাখী ঝড় হয়। কিন্তু এবার বৈশাখ মাস আসার আগেই ঝড়ের পূর্বাভাস দিচ্ছেন কণ্ঠশিল্পী বেলাল খান।
সম্প্রতি তারেক আনন্দের কথায় বেলাল খান কণ্ঠ দিয়েছেন ‘ঝড়’ শিরোনামের নতুন একটি গানের।
গানটির সুর ও সংগীতায়োজন করেছেন মার্সেল। শীঘ্রই এ গানটির মিউজিক ভিডিও সংগীতার ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। গানে বেলাল খানের সঙ্গে মডেল হিসেবে দেখা যাবে সেতু হায়দারকে। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত রেজা।
‘ঝড়’ গানটি বিষয়ে বেলাল খান বলেন, তারেক আনন্দের সঙ্গে আমার গানের রসায়ন চমৎকার। এর আগে তার কথার আমার দুইটি গান শ্রোতা প্রিয়তা পায়। নতুন গানের কথাগুলোও সুন্দর। মার্সেল চমৎকার সুর, সংগীত করেছেন। গানটির মাধ্যমে শ্রোতারা অন্য এক বেলাল খানকে পেতে যাচ্ছে। বাকিটা চমক হিসেবেই থাকুক।
তারেক আনন্দ বলেন, মিউজিক ভিডিও ছাড়া গান শ্রোতাদের কানে পৌঁছানো যেহেতু যাচ্ছেই না, তাই মিউজিক ভিডিও আকারেই গানটি প্রকাশ হয় সেদিকে আমার এবং বেলাল ভাইয়ের সুদৃষ্টি ছিল। সংগীতার সেলিম খান আমাদের হতাশ করেনি। সৈকত রেজার পরিচালনায় ‘ঝড়’ গানের চমৎকার মিউজিক ভিডিও পেতে যাচ্ছেন শ্রোতা-দর্শকরা।
এর আগে তারেক আনন্দের লেখা ‘টুপটাপ বৃষ্টি’ ও ‘প্রেম দাও প্রিয়’ শিরোনামের দুটি গানে কণ্ঠ দিয়েছিলেন বেলাল খান। এ দুইটি গানই শ্রোতামহলে বেশ জনপ্রিয়তা পায়।
