চুলের সকল সমস্যার সমাধানে ‘টক দই’
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:৩৫ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৯ রোববার

স্বাস্থ্য, ত্বকসহ চুলের যত্নে টক দই বিশেষ উপকারি। সকলেই জানে টক দই চুলের জন্য কত ভালো, কিন্তু খুব কম লোকই জানে যে আসলে এটা কীভাবে ব্যবহার করতে হয়। টক দই চুলের খুশকি বা ইনফেকশন দূরে করে, এছাড়া এতে থাকা ভিটামিন বি ফাইভ আর ডি চুলের স্বাস্থ্য রক্ষায় বিশেণ ভূমিকা পালন করে। তবে জেনে নিন কীভাবে টক দই ব্যবহার করে চুল সুন্দর করে তুলবেন-
খুশকি দূর করতে:
এক কাপ কাপ দই, ৫ চামচ মেথি গুঁড়ো ও ১ চা চামচ লেবুর রস এই তিন উপকরণ একসঙ্গে মিশিয়ে চুলে মাস্ক হিসেবে লাগিয়ে ৪০ মিনিট অপেক্ষা করুন। তারপর একটি হার্বাল শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। সপ্তাহে দু’দিন করুন এক মাসের জন্য তারপর দেখবেন আপনার চুলের জাদু।
চুলের উজ্জ্বলতা বাড়াতে
অত্যাধিক দূষণ ও বাইরের রোদে আজকাল চুলের উজ্জ্বলতা নষ্ট হয়ে যাচ্ছে। তাই চুলের গ্লেজ বাড়াতে ব্যবহার করুন এই মাস্কটি। এক কাপ দই. ২০টি জবা ফুল, ১০টি নিম পাতা ও অর্ধেক কমলার রস একসঙ্গে ব্লেন্ড করে পেস্ট তৈরি করে চুলে লাগিয়ে আধা ঘন্টার জন্য শাওয়ার ক্যাপ অথবা তোয়ালে দিয়ে ঢেকে রাখুন। নির্দিষ্ট সময় পর যেকোনো শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন।
চুলের গোড়া মজবুত করে
দই মাথার তালু ঠান্ডা রেখে চুলের স্বাস্থ্য় সুরক্ষা করে। তাই চুল ঝড়া থেকে বাঁচতে গেলে আপনি চুলে এই মাস্কটি ব্যাবহার করুন। এক কাপ দই, একটি ডিম, ২ চামচ জলপাইয়ের তেল, ৩ চামচ ঘৃতকুমারী জেল, ২ চামচ তুলসি পাতা বাটা ও ২ চামচ কারি পাতা বাটা একসঙ্গে মিশিয়ে এই পেস্টটি চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগান। এক ঘন্টা পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন।