শুক্রবার   ০৩ মে ২০২৪   বৈশাখ ২০ ১৪৩১   ২৪ শাওয়াল ১৪৪৫

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:১৬ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৯ রোববার

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান থেকে প্রায় এক হাজার সেনা প্রত্যাহার করতে পারে যুক্তরাষ্ট্র। দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের প্রধান জেনারেল জোসেফ ভোটেল সম্প্রতি এ কথা জানিয়েছেন।

 

তিনি বলেন, আফগানিস্তানে মোতায়েন ন্যাটো বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তা জেনারেল স্কট মিলার গেল সেপ্টেম্বরে দেশটিতে সেনা কমানোর পরামর্শ দিয়েছিলেন। এর ফলশ্রুতিতেই এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। খবর- পার্স টুডে।

শুক্রবার ওমান থেকে বার্তা সংস্থা রায়টার্সকে দেয়া সাক্ষাৎকারে ভোটেল বলেন, জেনারেল মিলার আফগানিস্তানে ন্যাটো বাহিনীর দায়িত্ব নেয়ার পর থেকে তিনি সেনা কমানোর বিষয়ে কাজ করছেন। এর লক্ষ্য যাতে মার্কিন জনশক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা যায়।

 

তালেবান ও মার্কিন সরকার যখন আফগান যুদ্ধ অবসানের জন্য আলোচনা করছে, তখন সেনা প্রত্যাহারের এই সিদ্ধান্তের কথা জানালেন জেনারেল ভোটেল। 

প্রসঙ্গত, ২০০১ সালে মার্কিন সরকার তালেবান উৎখাতের নামে আফগানিস্তানে আগ্রাসন চালিয়ে চলমান যুদ্ধের সূচনা করেছিল। দেশটিতে বর্তমানে প্রায় ১৪ হাজার মার্কিন সেনা রয়েছে।