রোববার   ২৮ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৪ ১৪৩২   ০৮ রজব ১৪৪৭

আবুধাবি পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৫৮ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৯ রোববার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে (আইডেক্স-২০১৯) যোগ দিতে সংযুক্ত আরব আমিরাত পৌঁছেছেন। 

 

রোববার সকালে আনুষ্ঠানিক সফরের অংশ হিসেবে জার্মানি থেকে আবুধাবি পৌঁছান তিনি। প্রধানমন্ত্রী আজ প্রদর্শনীতে যোগ দেবেন।

স্থানীয় সময় সকাল ৬টা ৩৬ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৮টা ৩৬ মিনিট) প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মোহম্মদ ইমরান।

 

এর আগে শনিবার স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ২টা ৪০ মিনিট) প্রধানমন্ত্রীকে বহনকারী ইতিহাদের একটি বিমানে আবুধাবির উদ্দেশে মিউনিখ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। এ সময় তাকে বিদায় জানান জার্মানিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার আবুধাবির জাতীয় প্রদর্শনী কেন্দ্রে (অ্যাডনেক) আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেয়া ছাড়াও দেশটির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল-নাহিয়ানের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া দেশটির ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও শাসক শেখ শেখ আহমেদ দালমোক আল মাকতুমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন।

এর আগে বৃহস্পতিবার সকালে জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলন-২০১৯-এ যোগ দিতে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।