বুধবার   ০১ মে ২০২৪   বৈশাখ ১৮ ১৪৩১   ২২ শাওয়াল ১৪৪৫

শেষ হলো ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসব

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৫২ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৯ রোববার

শেষ হলো ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবের পঞ্চম আসর। আর এ উৎসবের আয়োজন করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) সিনেমাস্কোপ প্রোগ্রাম।

 

সমাজে ইরানী নারীদের অবস্থান ও বৈষ্যম্যের কথা তুলে ধরেছে ‘এ পেয়ার অফ হর্নস অন এ ফিমেল হোমো সেপিয়েন্স’। আর এই চলচ্চিত্রটিই এবারের এবারের উৎসবে ‘সিনেমাস্কোপ বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড’ জয় করে।

এবারের আসরে ৩৪টি দেশ থেকে কম্পিটিশন, ওয়ান মিনিট ফিল্ম ও স্ক্রিনিং– এই তিনটি বিভাগে সর্বমোট ৯৬টি চলচ্চিত্র জমা পড়ে। কম্পিটিশন বিভাগে জমাকৃত ২৮টি চলচ্চিত্র থেকে ১০টি, ওয়ান মিনিট ফিল্ম বিভাগের ৩টি চলচ্চিত্র থেকে ২টি এবং স্ক্রিনিং বিভাগে জমাকৃত ৬৫টি চলচ্চিত্র থেকে ২৬টি-সহ সর্বমোট ৩৮টি চলচ্চিত্র বিচারকরা চূড়ান্তভাবে নির্বাচিত করেন।

 

এবারের ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবের বিচারক ছিলেন চলচ্চিত্র নির্মাতা প্রসূন রহমান, সিনেমাটোগ্রাফার রাশেদ জামান ও চলচ্চিত্র বিষয়ক লেখক বিধান রিবেরু।