বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

ঝর্নার ধারে ভিনদেশির সঙ্গে অনুষ্কা, তবে কি...

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৫৮ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৯ রোববার

এক ভিনদেশির সঙ্গে দিব্যি খোশমেজাজে গল্প করছেন অনুষ্কা শেট্টি। সম্প্রতি বাহুবলী নায়িকার এমনই কয়েকটি ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তা হলে কি নতুন কোনো সম্পর্কে জড়ালেন নায়িকা?

ভাইরাল হওয়া সেই ছবিটি দেখে অনুরাগীরা বলছেন, ৩৭ বছর বয়স হয়েছে নায়িকার, তা একেবারেই বোঝা যাচ্ছে না। বয়সের তুলনায় অনেক ছোট দেখাচ্ছে তাকে। এক্কেবারে ছিপছিপে।

 

 

 

অনুষ্কার সঙ্গে রয়েছেন লিউক কুটিনহো নামে এক ব্যক্তি। তার সঙ্গেই সময় কাটাচ্ছেন নায়িকা। কিন্তু লিউকের সঙ্গে অনুষ্কার কী সম্পর্ক?

 

লিউক তো এই ছবি পোস্ট করে লিখেছেন, নতুন কিছু তারা নিয়ে আসছেন দর্শকদের জন্য। এরপর তিনি লিখেছেন, স্বাস্থ্য সচেতনতা নিয়ে এই দেশের দৃষ্টিভঙ্গীটাই তারা বদলে দেবেন।

আসলে অনুষ্কার হোলিস্টিক নিউট্রিশনিস্ট কুটিনহো। অনুষ্কার ছবিগুলিই প্রমাণ যে নায়িকা অতিরিক্ত মেদ ঝরিয়ে ছিপছিপে হয়ে গিয়েছেন। অনুষ্কা যোগব্যায়ামের মাধ্যমে এবং কুটিনহোর দেওয়া ডায়েট মেনেই আবারও ফিরে এসেছেন শেপে।