বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

রাতে কার অপেক্ষায় থাকবেন নাবিলা!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৫৫ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৯ রোববার

মাসুমা রহমান নাবিলা, একাধারে উপস্থাপক, মডেল এবং অভিনেত্রী। ক্যারিয়ারে প্রথম চলচ্চিত্র ‘আয়নাবাজি’তে অভিনয় করে পেয়েছেন দর্শকপ্রিয়তা। ছবিটিতে চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিনয় করে দাগ কেটেছেন দর্শকদের মনে। 

 

এদিকে, নাবিলার ভক্তের সংখ্যা কম নয়। আর ভক্তরা চান সরাসরি তার সঙ্গে কথা বলতে, আড্ডা দিতে। কিন্তু সেই সুযোগ ভক্তরা তেমন একটা পান না।

এবার এলো সেই সুবর্ণ সুযোগ। জনপ্রিয় এ তারকার সঙ্গে মুঠোফোনে কথা বলতে, আড্ডা দিতে ও তাকে কোনো প্রশ্ন করার থাকলে সেটিও জানা যাবে তার কাছ থেকে। আজ রাত ৮টায় যেকোনো বাংলালিংক নম্বর থেকে ২২২৮৮ নম্বরে কল করলেই এ অভিনেত্রীর সঙ্গে কথা বলা যাবে।

 

এই বিষয়ে ভিডিও বার্তায় নাবিলা বলেন, দর্শকদের সঙ্গে গল্প করার জন্য বাংলালিংক ও লাইভ এন্টারটেইনমেন্ট আমাকে দারুণ একটা সুযোগ করে দিয়েছে। আজ ঠিক রাত ৮টায় আমি থাকছি বাংলালিংক স্টার জোন সার্ভিসে, থাকব শুধু দর্শকের সঙ্গে আড্ডা দিতে। আমি রেডি আপনারা রেডি তো। আমি থাকব আপনাদের অপেক্ষায়। বাংলালিংক স্টার সার্ভিসে আমাকে শুনতে ভুলবেন না কিন্তু। 

প্রিয় এ অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে দর্শকের সরাসরি কথা বলার সুযোগ করে দিচ্ছে বাংলালিংক ও লাইভ এন্টারটেইনমেন্ট।