সাংবাদিক জুটন চৌধুরীর ১ম মৃত্যুবার্ষিকী আজ
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:৩৯ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৯ রোববার
সাংবাদিক জুটন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী ১৭ ফেব্রুয়ারি রোববার। এদিনেই না ফেরার দেশে পাড়ি জমান জুটন চৌধুরী। তার প্রথম মৃত্যুবার্ষিকীতে বিকেল ৪ টায় এফডিসির জহির রায়হান কালার ল্যাব অডিটোরিয়ামে এক স্মরণ সভার আয়োজন করা হয়েছে। এতে সাংবাদিক নেতারাসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত থাকবেন।
মরণব্যাধি কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে জুটন গত বছর ১৭ ফেব্রুয়ারি রাতে মোহাম্মদপুর পিসি কালচারের নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
জুটন চৌধুরীর কর্মজীবন শুরু দৈনিক ভোরের কাগজ দিয়ে। সাংবাদিক ও সাহিত্যিক আনিসুল হকের হাত দিয়েই তার বিনোদন সাংবাদিকতার শুরু। এক সময় ভোরের কাগজ ছেড়ে যোগ দেন জনপ্রিয় পাক্ষিক ম্যাগাজিন ‘আনন্দধারা'। দীর্ঘদিন জুটন ‘আনন্দধারা’র প্রধান প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর নিজের সম্পাদনায় ‘বিনোদন চিত্র’ নামে একটি ম্যাগাজিন প্রকাশ করেন।
সবশেষ জুটন চৌধুরী দৈনিক সংবাদ প্রতিদিনে জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন। তিনি মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার মা জীবিত রয়েছেন। তার ভাই-বোনরা কানাডা ও ফ্রান্স প্রবাসী।
