বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

ফাহিম ফয়সালের ‘আঙুল ছুঁতে চাই’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৩৮ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৯ রোববার

আসিফ ভীষণ রকমের ভালোবাসে তৃষ্ণাকে। তার সারা দিন-রাত কাটে তৃষ্ণার ভানায়। কিন্তু তৃষ্ণা ঠিক তার উল্টোটা। তাদের মন দেয়া-নেয়ার এমনই বিভিন্ন খুনসুটি নিয়ে সম্প্রতি প্রকাশ হয়েছে ‘আঙুল ছুঁতে চাই’ শিরোনামের মিউজিক্যাল ফিল্ম।

জিয়াউল হক শোভনের লেখা ‘আমি তোমার 'আঙুল খানি ছুঁতে চাই, আমি তোমায় রোজ ঘুমেতে খুঁজে পাই'  এমনি কথার গানে কণ্ঠ দিয়েছেন ফাহিম ফয়সাল।

গানটির পূর্ণাঙ্গ মিউজিক্যাল ফিল্মটি পরিচালনা করেছেন সজিব। গানটিতে মডেল হয়েছেন আসিফ ইমরোজ ও এসকে তৃষ্ণা। একই সঙ্গে ফাহিম ফয়সালকেও দেখা যাবে। এটি প্রকাশিত হয়েছে লয়্যাল ভিশন এন্টারটেনইনমেন্ট এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে। 

 

নতুন এ মিউজিক্যাল ফিল্মটি নিয়ে নিয়ে ফাহিম ফয়সাল বলেন, পপ ঘরানার গান 'আঙুল ছুঁতে চাই'। বেশ চমৎকার করে সাজানো হয়েছে গানের কথাগুলো। পাশাপাশি সুর ও সংগীতায়োজনেও রয়েছে বৈচিত্রের ছোঁয়া। গান, গল্প, লোকেশন সব কিছুর সমন্বয়েই ভিডিওটি চমৎকারভাবে নির্মাণ হয়েছে। 

তিনি বলেন, যে কোন কাজেই যদি সবার সমন্বয় ও সহযোগিতা থাকে তবে কাজটি নান্দনিক হয়ে উঠে। আমরাও চেষ্টা করেছি মিউজিক্যাল ফিল্মটিতে সর্ব্বোচ্চ শ্রম দেয়ার। আমার দৃঢ় বিশ্বাস দর্শক-শ্রোতারা গানটি তাদের পছন্দের তালিকায় রাখবেন।