বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

ফিরে এলেন মাইকেল জ্যাকসন!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৩০ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৯ রোববার

পপসাম্রাজ্যের বাদশাহ খ্যাত মাইকেল জ্যাকসন গান, নাচ ও ফ্যাশনে অপ্রতিদ্বন্দ্বী ছিলেন। পপসম্রাট চার দশকেরও বেশি সময় ধরে সাংস্কৃতিক অঙ্গনে বৈশ্বিক ব্যক্তিত্ব হিসেবে চিহ্নিত হয়ে আছেন। পৃথিবীজুড়ে রয়েছে তার অগনতি ভক্ত। সেই ভক্তের তালিকা থেকে বাদ যায়নি খুলনার বিল্লাল বেপারী।

 

তার চুল, নাচ, চেহারা ও পোশাক হুবহু মাইকেল জ্যাকসনের মতোই। হঠাৎ দেখে যে কেউ ভাবতেই পারেন মাইকেল জ্যাকসন ফিরে এসেছেন! 

খুলনার বিভিন্ন এলাকায় মাইকেল জ্যাকসনের বিখ্যাত সব গানের সঙ্গে নেচে উপস্থিত সবার মন জুড়ান তিনি। এর পাশাপাশি বিক্রি করেন চানাচুর। মিউজিকের তালেই তার চানাচুর বানানো ভঙ্গিমা নাচের এক ভিন্ন মাত্রা যোগ করে। বিকেল হলেই বিভিন্ন মোড়ে পপ গানের সঙ্গে তার নাচ দেখতে ভিড় জমায় মানুষ। এই দর্শকেরাই তার ঘটি গরম চানাচুরের ক্রেতা। 

 

দৌলতপুরের কল্পতরু মার্কেটের পাশে বেল্লালের ভাড়া বাসা। ঘটি গরম চানাচুরের বিক্রি আপাতত বন্ধ আছে তার। ১৭ ও ২১ তারিখ ঢাকায় স্টেজ শো আছে বলে শনিবার ডেইলি বাংলাদেশ-কে জানান বেল্লাল বেপারী। 

তিনি বলেন, যখন স্টেজ শো থাকে না তখন আবার চানাচুর বিক্রি করি। 

বাংলার মাইকেল জ্যাকসন খ্যাত বিল্লাল বলেন, ছোটবেলা থেকে আমি মাইকেল জ্যাকসনের ভক্ত ও তার সব কয়টি গান অনুসরন করি। সপ্তম শ্রেণীতে পড়াকালীন থেকে মাইকেল জ্যাকসনের গানের সঙ্গে নাচের অনুকরণ শুরু করি এবং সেইভাবেই নাচার চেষ্টা করি। দারিদ্রতার কারণে অষ্টম শ্রেণীর পরে আর পড়াশুনা না হলেও, আমি ছাড়িনি জ্যাকসনের নাচ-গান। যে কারণে পেশার মধ্যেও মাইকেল জ্যাকসনের নাচ দেখিয়ে আমি মানুষকে আনন্দ দেই। 

তিনি আরো বলেন, ২০০৯ সালে বিনা মেঘে বজ্রপাতের ন্যায় মাইকেল জ্যাকসনের আকস্মিক মৃত্যুতে গোটা বিশ্ব স্তম্ভিত ও শোকাচ্ছন্ন হয়ে পড়েছিল। আমি নিজেও চরমভাবে ভেঙ্গে পড়েছিলাম। কোটি কোটি মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা পাওয়া মাইকেল জ্যাকসনকে ধরে রাখতে আমি তার সব কিছু অনুকরণ করে মানুষের সামনে প্রদর্শন করছি। 

 

কেমন সাড়া পাচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, ব্যাপক সাড়া পাচ্ছি। টিভি চ্যানেলে, পেপার পত্রিকায় আমার ছবি প্রকাশ হচ্ছে। অনেকেই আসছেন আমাকে দেখতে। আমার একটি ইউটিউব চ্যানেল আছে। বর্তমানে বিভিন্ন জায়গায় স্টেজ শো করছি। আমাকে অনেকেই এখন চেনে নিউ মাইকেল জ্যাকসন হিসেবে। 

ক্ষোভ আর আক্ষেপ নিয়ে তিনি বলেন, আমাকে সবাই চিনলেও আর্থিকভাবে কেউ সহযোগিতা করছেন না। জ্যাকসনকে অনুসরণ করতে যা যা কেনা প্রয়োজন অর্থের অভাবে অনেক সময় তা কিনতে পারছি না। আমাকে সবাই একটু সহযোগিতা করেন। 

সংসারের কে কে আছে জানতে চাইলে তিনি বলেন, আমার স্ত্রী, এক ছেলে এক মেয়ে। ছেলে মেয়েরা লেখাপড়া করে। 

ভবিষ্যৎ পরিকল্পনা কি এমন প্রশ্নের জবাবে নিউ মাইকেল জ্যাকসন বলেন, আমি মাইকেল জ্যাকসন হতে চাই। আর্থিকভাবে স্বাবলম্বি হতে চাই। মানুষকে বিনোদন দিতে চাই। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এর পরিচালক হানিফ সংকেতের সহযোগিতায় ইত্যাদিতে অংশগ্রহনেরও ইচ্ছে পোষণ করেছেন তিনি।

 

খুলনার নিউ মাইকেল জ্যাকসন খ্যাত বিল্লালের বাবা নজরুল ব্যাপারী বলেন, ছোটবেলা থেকেই মাইকেল জ্যাকসনের নাচ-গান, পোষাক অনুসরণ করত বিল্লাল। তারই ধারাবাহিকতায় তাকে আজ সবাই নিউ মাইকেল জ্যাকসান হিসিবে চেনে। বিবাহসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেও নাচের জন্য ডাক পরে বিল্লালের। 

নজরুল ব্যাপারী জানান, টাকার অভাবে ৮ম শ্রেণীর পর ওকে আর পড়াতে পারিনি। অনেক সখ পূরণ করতে পারিনি। দিতে পারিনি কোন গান-নাচের শিক্ষক। যা শিখেছে একা একাই শিখেছে।

বিল্লালের স্ত্রী মিনারা বলেন, সকাল-বিকাল আমার স্বামীর নাচ-গান দেখতে মানুষ বাড়িতে ভিড় করে। এতে খুব ভালো লাগে। তবে, আর্থিক সংকটের কারণে তার স্বামী জ্যাকসনের পোষাক কিনতে পারছে না বলে জানান তিনি।

বিল্লালের প্রতিবেশী সাদ্দাম বলেন, বেল্লাল আমাদের নতুন মাইকেল জ্যাকসন। এলাকার সবাই তাকে পছন্দ করে। তার নাচ দেখে আনন্দ পান। তবে টাকার অভাবে তার প্রতিভার সঠিক বিকাশ হচ্ছে না। 

উল্লেখ্য, ২০০৯ এর ২৫ জুন বিশ্ব পপসঙ্গীত সাম্রাজ্যের মুকুটহীন সম্রাট মাইকেল জ্যাকসন মাত্র ৫০ বছর বয়সে না ফেরার দেশে চলে যান। তার এই আকস্মিক মৃত্যুই সঙ্গীত প্রেমী ও ভক্তদের স্তম্ভিত করে তুলে।