বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

জাপানে বিড়ম্বনার শিকার হয়েছিলেন বন্যা মির্জা!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:১৯ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৯ রোববার

ছোট পর্দার গুণী অভিনেত্রী বন্য মির্জা। খন্ড নাটক, ধারাবাহিক ও বিজ্ঞাপনে নিয়মিত উপস্থিতি তার। পছন্দ করেন ভ্রমন করতে। কিন্তু একবার বিদেশের মাটিতে বিড়ম্বনার শিকার হয়েছিলেন তিনি। জাপানে গিয়ে ভাষা-বিড়ম্বনার শিকার হন বন্যা মির্জা।

 

কী হয়েছিল সেখানে? জানা যাবে বাংলাভিশনের রম্য-বিদ্রুপাত্মক অনুষ্ঠান ‘টক মিষ্টি ঝালে’র এবারের পর্বে। শুধু তা-ই নয়, ‘ভাষা ভাসা!’ শিরোনামে অনুষ্ঠানটির এ পর্বে আমাদের নিত্য জীবনে কথায়-লেখায় বাংলা ভাষার ব্যবহারে নানা অনিয়ম ও অবজ্ঞার নানা বিষয় ব্যাঙ্গাত্মকভাবে উঠে এসেছে।

 

এছাড়াও ‘মি. মিষ্টি’ সেগমেন্টে পারফর্ম্যান্স করেছেন স্ট্যান্ডআপ কমেডিয়ান ফজলুল হক সাকি। রয়েছে নিয়মিত সেগমেন্ট ‘ঝালাইবাজ’।

খায়রুল বাবুইয়ের প্রযোজনা ও আবু হেনা রনির উপস্থাপনায় ‘টক মিষ্টি ঝালে’র এ পর্বটি সম্প্রচার হবে বাংলাভিশনে রোববার রাত ১১.২৫ মিনিটে।