রোববার   ২৮ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৪ ১৪৩২   ০৮ রজব ১৪৪৭

বাংলার মানুষকে বাঁচিয়ে তুলেছেন শেখ হাসিনা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৩২ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৯ রোববার

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, বিশ্বের রোল মডেল প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারো বাংলার মানুষকে বাঁচিয়ে তুলেছেন। তাদের স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছেন। বাংলার মানুষ এখন আর ঘুমিয়ে স্বপ্ন দেখে না, স্বপ্নের প্রতিফলন দেখে। উন্নয়ন কাকে বলে সেটা তারা এখন স্বপ্নে না দেখে কাগজে কলমে বা হাতে কলমে দেখতে পায়। 

শনিবার বিকেলে উপজেলার পোগলদিঘা ডিগ্রি কলেজের নতুন ভবন উদ্বোধন উপলক্ষে ছাত্র, শিক্ষক, অভিভাবক ও সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি।  

পোগলদিঘা ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, ইউএনও সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান প্রমুখ।