‘উপজেলায় ‘সব দল’ অংশ না নেয়া হতাশাজনক’
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:২৩ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৯ রোববার
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, উপজেলা পরিষদ নির্বাচনে সব রাজনৈতিক দল অংশগ্রহণ না করা হতাশাজনক।
রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের এক প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় নির্বাচন প্রতিযোগিতামূলক হবে বলে আশা প্রকাশ করেন সিইসি।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, অনেক বড় রাজনৈতিক দলই উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেবে না, এটি হতাশাজনক। তবু আমরা মনে করি নির্বাচন প্রতিযোগিতামূলক হবে।
এ সময় কোনো কর্মকর্তাদের কারণে নির্বাচন ব্যাহত হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ার উচ্চারণ করেন প্রধান নির্বাচন কমিশনার।
প্রশিক্ষণ অনুষ্ঠানে নির্বাচন কমিশনের সচিবসহ অন্য নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন।
