চট্টগ্রামের চাক্তাই বস্তিতে আগুনে নয়জনের মৃত্যু
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:২১ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৯ রোববার
চট্টগ্রামের বাকুলিয়া থানার চাক্তাই ভেড়ামার্কেট বস্তিতে আগুন লেগে নয়জনের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন।
তিনি বলেন, রোববার রাত সাড়ে ৩টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। নিহতরা হলেন-এক পরিবারের রহিমা আক্তার, তার মেয়ে নাজমা আক্তার, নাসরিন, শিশু জাকির হোসেন বাবু, আরেক পরিবারের হাসিনা আক্তার, আয়েশা, সোহাগ ও অজ্ঞাত একজন। পরে সকাল ১০টায় এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, আগুন নেভাতে দমকল বাহিনীর দশটি ইউনিট অংশ নেয়। এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
বাকুলিয়া থানার ওসি প্রনব চৌধুরী বলেন, মৃতরা আগুন লাগার সময় ঘুমিয়ে ছিলেন। ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়েই তাদের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছেন। শিশুসহ দুইজনের পরিচয় সনাক্তের কাজ চলছে।
