সোমবার   ২৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৫ ১৪৩১   ২০ শাওয়াল ১৪৪৫

‘২০২৩ এর মধ্যে দেশে ফাইভ-জি নেটওয়ার্ক’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:২১ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

দেশে ২০২৩ সালের মধ্যেই পঞ্চম প্রজন্মের টেলিকম সেবা- ফাইভ জি চালু করা সম্ভব হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার।

 

সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় বাংলাদেশকে তথ্যপ্রযুক্তির বৈশ্বিক গন্তব্য হিসেবে তুলে ধরতে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন মন্ত্রী।

তিনি দাবি করেন, প্রান্তিক জনগোষ্ঠী যাতে সহজে প্রযুক্তিপণ্য পায় সেজন্য এ খাতে শুল্ক ছাড়সহ নানা আর্থিক সুবিধা দিচ্ছে সরকার।

 

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার বলেন, আবিষ্কারের ৩২৪ বছর পর আমরা মুদ্রণ যন্ত্র ব্যবহার শুরু করি। কিন্তু প্রযুক্তি ব্যবহারে আমরা আর পিছিয়ে থাকব না। আমাদের সিদ্ধান্ত হলো, ২০২১-২০২৩ সালের মধ্যেই দেশে ফাইভ জি সেবা চালু করব। সম্ভবত বিশ্বের অনেক উন্নত দেশও এ সময়ের মধ্যে ফাইভ জি চালু করতে সক্ষম হবে না।