বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

ট্রোল্ড প্রিয়াঙ্কা!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:০৪ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

সোশ্যাল মিডিয়ায় সেলিব্রেটিদের ট্রোল হওয়ার ঘটনা নতুন নয়। প্রায়ই কমবেশি বলিউডের কোন না কোন তারকারই বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে ট্রোল এর শিকার হয়েছেন। এবার পুলওয়ামার ঘটনায় নিয়ে টুইট করে ট্রোল হতে হলে দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়াকে।

 

পুলওয়ামায় জঙ্গি হামলা নিয়ে প্রিয়াঙ্কা টুইট করেন, পুলওয়ামার ঘটনায় আমি হতবাক। ঘৃণা কখনোই সঠিক জবাব হতে পারে না। আমি শহিদের পরিবারের পাশে রয়েছি। আহতদের দ্রুত সুস্থতা প্রার্থনা করছি।

আর তার এই টুইটের পরেই টুইটারে ট্রোল হতে হয় তাকে। প্রিয়াঙ্কা লেখেন, ঘৃণা কখনোই সঠিক জবাব হতে পারে না। আর তার এই কথা ধরেই তাকে টুইটারে কাটাক্ষ করেন এক ব্যক্তি। অক্ষয় ভরদ্বাজ বলে এক ব্যক্তি লেখেন, হ্যাঁ, ঠিকই বলেছেন, ঘৃণা কখনোই সঠিক জবাব হতে পারে না, যতক্ষণ না আমরা পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে দিচ্ছি।

 

এক ব্যক্তি লেখেন, আপনি আপনার স্বপ্নের জগতেই থাকুন। আপনার চিন্তা ভাবনা অত্যন্ত ভীতু প্রকৃতি।

এখানেই শেষ নয়, আরো অনেকেই প্রিয়াঙ্কাকে আক্রমণ করেন। কেউ বা তাকে নীচু মনের মহিলা বলেও কটাক্ষ করেন।

প্রসঙ্গত এ ঘটনা নতুন নয়, এর আগেও বহুবার বিভিন্ন কারণে ট্রোল হতে হয়েছে প্রিয়াঙ্কা। এমনকি দীপাবলিতে বাজি না ফাটানোর উপদেশ দিয়ে নিজের বিয়েতেই বাজি ফাটান প্রিয়াঙ্কা। এনিয়েও জল কম ঘোলা হয নি।