বুধবার   ০১ মে ২০২৪   বৈশাখ ১৮ ১৪৩১   ২২ শাওয়াল ১৪৪৫

শতাধিক ইয়াবা ব্যবসায়ীর আত্মসমর্পণ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:০০ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

কক্সবাজারের উখিয়া-টেকনাফের শতাধিক ইয়াবা ব্যবসায়ী আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন। 

 

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই আত্মসমর্পণ অনুষ্ঠান হয়। এতে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশ মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

অনুষ্ঠানের শুরুতে ইয়াবা ব্যবসায়ীদের মঞ্চে ফুল দিয়ে বরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। আত্মসমর্পণকারীদের দেখতে হাজার হাজার মানুষ ভিড় করেন মঞ্চের কাছে। 

 

আত্নসমর্পনকারী ইয়াবা ব্যবসায়ী সিরাজ বলেন, ইয়াবা ব্যবসা থেকে ফিরে আসতে আত্নসমর্পন করেছি। এ ব্যবসা করলে জীবনের নিরাপত্তা নেই। ছেলে-মেয়েদের ভবিষ্যতও অন্ধকার হয়ে যায়। ভাল পথে ফিরতে চাই। মাদক ব্যবসা না করতে সবার কাছে অনুরোধ জানাই ।    
  
আরেক ইয়াবা ব্যবসায়ী এনাম বলেন, ইয়াবা ব্যবসা থেকে ফিরে আসতে আত্নসমর্পন করছি। সীমান্তে কাউকে আর ইয়াবা ব্যবসা না করতে অনুরোধ জানাই। ভাল পথে ফিরতে সুযোগ দেয়ায় অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানাই।    

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আছাদুদ-জামান চৌধুরী বলেন, অানুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ ভালো উদ্যোগ। এতে করে ইয়াবার ব্যবসা কমে আসবে। তবে এখনও যেসব ইয়াবা ব্যবসায়ী আত্মসমর্পণের আওতায় আসেনি, তাদের গ্রেফতার করা হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দিন, কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফের এমপি শাহিন আক্তার, কক্সবাজার-১ আসনের এমপি জাফর আলম, কক্সবাজার-২ আসনের এমপি আশেখ উল্লাহ রফিক, কক্সবাজার-৩ আসনের এমপি কমল, বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক, কক্সবাজার ডিসি মোহাম্মদ কামাল হোসেন, জেলা এসপি এবিএম মাসুদ হোসাইন, অ্যাডিশনাল এসপি মোহাম্মদ ইকবাল হোসেন ও টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।