শুক্রবার   ২১ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৬ ১৪৩২   ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৭

‘ফের ক্ষমতায় আসলে দেশ পঁচিশ বছর এগিয়ে যাবে’

নিজস্ব প্রতিবেদক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:২১ পিএম, ২০ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার আগামী আরো পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারলে বাংলাদেশ পঁচিশ বছর এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের মহাজোট প্রার্থী সংসদ সদস্য সেলিম ওসমান।

বুধবার (১৯ ডিসেম্বর) বিকেলে মহান বিজয় দিবস উপলক্ষে শহরের খানপুরে বার একাডেমী স্কুলে এলাকাবাসী আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশার কথা জানান। এ ব্যাপারে আগামী নির্বাচনে জনগণের সহযোগিতা কামলা করে সেলিম ওসমান জানান, তরুণ প্রজন্মের জন্য তিনি আরও কাজ করতে চান। নির্বাচনকে কেন্দ্র করে কোন ধরনের ষড়যন্ত্র না করতে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিকে হুঁশিয়ার করে দিয়ে সেলিম ওসমান বলেন, দেশের বিরুদ্ধে কেউ শশ্রুতা করলে মুক্তিযোদ্ধাদের থাবা থেকে রেহাই পাবে না।

সেলিম ওসমান আরও বলেন, আমার কাছে কোন আ.লীগ,বিএনপি, জাতীয় পার্টি নাই। সেলিম ওসমান সবার। দলমত নির্বিশেষে সবাইকে নিয়েই আমি গত পাঁচ বছর উন্নয়ন কাজ করেছি। আল্লাহ আমাকে আবারো সুযোগ দিলে সবাইকে নিয়েই কাজ করবো।

স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা জয়নাল আবেদনী টুলু এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন। সভায় আরো বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এডভোকেট হোসনে আরা বাবলি, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি ওয়াজেদ আলী খোকন, জেলা মহিলালীগের সভানেত্রী শিরিন বেগম, সিটি করপোরেশনের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু ও শারমিন হাবীব বিন্নি।

আলোচনা সভা শেষে সেলিম ওসমান শহরের টানবাজার এলাকায় পাড়া-মহল্লায় গণসংযোগ করেন এবং উঠান বৈঠকে অংশ নেন। সেখানে তিনি আওয়ামী লীগ সরকারের বিগত দশ বছরের উন্নয়নের চিত্র তুলে ধরে শেখ হাসিনার নের্তত্বাধীন মহজোট প্রার্থীকে পুনরায় বিজয়ী করার আহবান জানান।