নায়ক শিপন আমার জাস্ট ফ্রেন্ড: সেতু হায়দার
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:০২ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার
‘প্রাণ-আরএফএল মডেল হান্ট ২০১৭’-এ অংশ নেওয়ার মাধ্যমে শোবিজে আগমন। প্রতিযোগিতায় বিজয়ী না হতে পারলেও ছিলেন সেরা দশে। এরপর থেকেই প্রাণ-আরএফএলের প্রোডাক্টসহ নানা ব্রান্ডের প্রোডাক্টের মডেল হন। মডেলিং করতে করতেই একসময় নাটকেও অভিষেক ঘটে সেতুর। বেশ কিছু জনপ্রিয় নাটকে কাজ করেন তিনি। মাঝে একটি ওয়েব সিরিজেও অভিনয় করেন সেতু। এবার তিনি প্রথমবারের মতো কাজ করলেন মিউজিক ভিডিওতে। বেলাল খানের একটি গানের মিউজিক ভিডিওতে দেখা যাবে সেতুকে। এই গানে সেতুর সঙ্গে বেলাল খান নিজেও মডেল হয়েছেন। প্রথমবার মিউজিক ভিডিওতে কাজ করার অনুভূতি জানিয়ে সেতু বলেন, ‘কাজটি করে অনেক ভালো লেগেছে। আমি অনেক উত্তেজিত ছিলাম। এটাই আমার প্রথম মিউজিক ভিডিও। ফলে চেষ্টা করেছি ভালোভাবে নিজেকে উপস্থাপন করতে।’
তিনি আরও বলেন, ‘দু সপ্তাহ আগে আমরা মিউজিক ভিডিওর শুটিংয়ে অংশ নিই। ৩০০ ফিট এলাকায় মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে। আগামী ১৭ ফেব্রুয়ারি এটি প্রকাশ করা হবে।’
এদিকে সেতু হায়দারকে নিয়েও মিডিয়া পাড়ায় রয়েছে গুঞ্জন। নানামুখে শোনা যায়, ‘দেশা-দ্য লিডার খ্যাত চিত্রনায়ক শিপনের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন সেতু। ঘটনা সত্য কিনা জানতে চাইলে বিষয়টি নাকচ করে দেন সেতু। তিনি বলেন, ‘শিপন আমার বয়ফ্রেন্ড নয়, জাস্ট ফ্রেন্ড। আসলে শিপন আমার পরিবারের কাছের একজন মানুষ। মিডিয়াতে আসার আগে থেকেই তার সঙ্গে পরিচয়। শিপনের বাড়িও যাত্রা বাড়ি। আমার পরিবারের লোকজনও সেখানেই থাকেন। শিপনের সঙ্গে আমার কিন্তু খুব বেশি কাজ নাই। শিপন-জন-ইমতু এই তিনজনের সঙ্গে আমার চলাফেরা, ওঠাবসাটা একটু বেশি। এরা সবাই আমাদের পরিবারের মতোই। আমরা খুব ভালো ফ্রেন্ড।’
তিনজনই ভালো বন্ধু হলে শিপনের সঙ্গেই কেন সেতুর নাম শোনা যায়। বিভিন্ন জায়গায়, বা ফেসবুকের নানা ছবিতেও আপনাদের দেখা যায়, ঘটনা কি? তিনি বলেন, ‘শিপনের সঙ্গে আমার প্রেমের গুঞ্জনের কথা আমিও শুনেছি। অনেকবার, অনেকের মুখে শোনার পর থেকে ওর সঙ্গে ছবি আপ দিতেও ১০০বার ভাবি ‘
কারও নামের সঙ্গে নিজেকে জড়িয়ে মিডিয়ায় কোনো সুবিধা পেতে চান না বলে সেতু বলেন, ‘মিডিয়ায় কাজের ক্ষেত্রে প্রথম দিকে ফ্যামিলির সাপোর্ট ছিল না। ফলে অনেকটা জেদ করেই কাজ করছি। ফলে আমি চাই, কারও সাহায্য না নিয়েই নিজেকে প্রতিষ্ঠা করতে। আর আমি ভেবে পাই না, শিপনের নাম কেন আসছে? ফেসবুকে তো জনের সঙ্গেই আমার বেশি ছবি। এলে জনের নামও আসবে। ওদের সঙ্গে আমার সম্পর্কটা মজার। ইমতু ভাইয়ের সঙ্গেও আমার ভালো সম্পর্ক। ঘোরাঘুরি বেশি হয় শিপনের সঙ্গে। ফেসবুকে শিপনের সঙ্গেও প্রচুর ছবি আপলোড করা হয়েছে। ফলে অনেকেই এটা ভেবে নেয় যে, শিপন আমার বয়ফ্রেন্ড। আমি আবারও বলতে চাই, আমি বড় বা ফ্যামাস কারও সঙ্গে যুক্ত হয়ে বড় হতে চাই না।’
