বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

শয়তান চরিত্রে বেনেডিক্ট কাম্বারব্যাচ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৫৯ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

অন্ধকার জগতের রাজপুত্র সাটান তথা শয়তান বা অ্যান্টিক্রাইস্ট চরিত্রে দেখা দিতে যাচ্ছেন ‘শার্লক’ তারকা বেনেডিক্ট কাম্বারব্যাচ। দৈত্যকার শয়তানকে পর্দা দেখাতে  অ্যানিমেশনের আশ্রয় নেওয়া হবে। যা দেখতে হবে ৪০০ ফুট লম্বা।

 

ভ্যারাইটি ডটকম জানায়, ছয় পর্বে নির্মিত হচ্ছে ‘গুড ওমেনস’ নামের সিরিজটি। প্রিমিয়ার হবে ৩১ মে। দেখা যাবে বিবিসি ও আমাজন প্রাইম ভিডিওতে।

 

এর আগে শোনা গিয়েছিল ফ্রান্সিস ম্যাকডর্মান্ড ঈশ্বরের কণ্ঠ দেবেন এ সিরিজে। ক্যামিও চরিত্রে থাকছেন জ্যাক হোয়াইটহল, মাইকেল ম্যানকেইন, মিরান্ডা রিচার্ডসন, জন হ্যাম ও নিক অফারম্যার।

নিল গেইম্যান ও টেরি প্র্যাটচেটের ‘গুড ওমেনস’ উপন্যাস অবলম্বনে একই নামের সিরিজটি নির্মিত হয়েছে। যার ঘটনাকাল ২০১৮ সাল, যখন হতাশাজনক পরিস্থিতিতে মানুষ শেষ বিচারের জন্য প্রস্তুতি নিচ্ছে। তখন এক দেবদূত (মাইকেল শিন) ও দানব (ডেভিড টেন্যান্ট) বিষয়টি অন্যভাবে দেখে। অ্যান্টিক্রাইস্টের সঙ্গে লড়ে তারা।

২০১৫ সালে মারা যাওয়া গেইম্যানের প্রথম উপন্যাস ছিল ‘গুড ওমেনস’। ছোটপর্দার জন্য এর হাল ধরেছেন টেরি জিলিয়ান। এর আগে গেইম্যানের কমিকস ‘দ্য স্যান্ডম্যান’ অবলম্বনে নির্মিত হয় ফক্সের সিরিজ ‘লুসিফার’। এ ছাড়া গেইম্যানের একই নামের বই অবলম্বনে নির্মিত ‘আমেরিকান গডস’ জনপ্রিয় হয়।