বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

বাধ্য ছাত্রী জয়া

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৫৮ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

কলকাতায় নতুন সিনেমা ‘বিনিসুতোয়’-এর শুটিং শুরু করেছেন জয়া আহসান। সম্প্রতি ব্রিটিশ আমলে তৈরি ম্যানসনে ক্যামেরার সামনে দাঁড়ালেন ঢাকা-কলকাতার জনপ্রিয় নায়িকা।

 

অতনু ঘোষের এই ছবিতে জয়ার বিপরীতে আছেন ঋত্বিক চক্রবর্তী। অতনুর সঙ্গে ঋত্বিক আগেও অভিনয় করেছেন। আর জয়ার প্রথম কাজ। অতনুর সঙ্গে কাজ করা নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি।

 

আনন্দবাজার পত্রিকা জানায়, সেটে একদম বাধ্য ছাত্রী জয়া। ভুলেও চিত্রনাট্য হাতছাড়া করছেন না। শটের ফাঁকে চশমা পরে সমানে চিত্রনাট্য পড়ে চলেছেন। বেশ কিছু নোটও নিতে দেখা যায়। এ প্রসঙ্গে বলেন, ‘‘নোটস নয়। নিজের মতো একটু প্রস্তুতি বলতে পারেন।’’

‘‘আপাতদৃষ্টিতে আপনি হয়তো বেশ সুখী। পরিবার নিয়ে দিব্যি আছেন। কিন্তু কোথাও যেন একটা শূন্যতা, একটা খামতি... সেই জায়গা থেকেই আলাদা কিছু করার একটা তাগিদ তৈরি হয়,’’ ছবির গল্প সম্পর্কে এভাবে বলেন অতনু।

অভিনেতা ঋত্বিক বলেন, ‘‘শুনতে যতটা জটিল মনে হচ্ছে, আসলে ততটা নয়। আমরা যে জীবনটা বাঁচি তার বাইরে একটা জীবন খুঁজতে চাই। আমরা নিজেরা আসলে ঠিক কী, সেটা হয়তো নিজেরাই জানি না।’’

একটি রিয়্যালিটি শো’তে এসে পরিচয় জয়া ও ঋত্বিকের। তেমন গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘বিনিসুতোয়’।

ছবিতে আরও অভিনয় করছেন চান্দ্রেয়ী ঘোষ, খেয়া চট্টোপাধ্যায় ও কৃষ্ণকিশোর মুখোপাধ্যায়। ছবির গানে সুর দিচ্ছেন দেবজ্যোতি মিশ্র। আর নিজের জন্য সব গানের কণ্ঠ দিচ্ছেন জয়া।