বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

সাহসী মেয়ে নুসরাত জাহান

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৫৭ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

কলকাতার জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান। তাকে সাধারণত মসলাদার সিনেমায় দেখা যায়। কিন্তু এবার তার মন বদলেছে! অভিনয় করতে চলেছেন সাহসী মেয়ের ভূমিকায়।

 

নিউজ ১৮ জানায়, হার্ডকোর বাণিজ্যিক ছবিতে আর অভিনয় করতে চান না নুসরাত। সমান্তরাল ঘরানার ছবিই এখন তাকে টানছে। এমন ছবি যেখানে শুধুই মেলোড্রামা বা নাচ-গান নয়, নিজের অভিনয় সত্তাকে প্রমাণ করতে পারবেন!

 

বেশ কিছুদিন ধরেই চলছিল আদর্শ চিত্রনাট্যের খোঁজ। অবশেষে সাড়া মিলল। হাতে এল পদ্মনাভদাশগুপ্তের চিত্রনাট্য, এক সাহসী মেয়ের সংগ্রামের গল্প।

জানা যায়, পরিবেশ দূষণ নিয়ে লড়াইয়ে নামে মেয়েটি। পরিচালনা করেছেন ত্রিদিব রমন, গল্পওতারই।

এই ছবি করার জন্য অন্য বেশ কয়েকটি প্রস্তাব ছেড়ে দিয়েছেন নুসরাত। এই গল্পটাই তাকে টেনেছে। কারণ আগাগোড়া চিত্রনাট্যই তাকে কেন্দ্র করে গড়িয়েছে। তবে এখনো চিত্রনাট্য লেখা সম্পূর্ণ হয়নি। কিছুদিনের মধ্যেই কাছে ওয়ার্কশপ শুরু করছেন নুসরাত। শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হবে।