পিএসজির নজরদারিতে নতুন এমবাপে!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:৩৪ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

এই দৃশ্যটা কল্পনা করুন। নেইমার, কাভানিরা সাইডবেঞ্চে বসে আছেন। তাদের দর্শক বানিয়ে মাঠ মাতাচ্ছেন দুই কিলিয়ান এমবাপে!
আপাতত কল্পনার সুতোয় গাঁথা এই দৃশ্যটি হয়ে উঠতে পারবে বাস্তবও। অদূর ভবিষ্যতে ঠিকই পিএসজির জার্সি গায়ে মাঠ মাতাতে পারেন দুই কিলিয়ান এমবাপে!
কি বিস্ময়ের ঘোর কাটছে? প্রশ্ন জাগছে, একজন খেলোয়াড় আবার নতুন হয় কি করে! আরে হয়। যেমন করে ফুটবল ইতিহাস দেখেছে নতুন পেলে, নতুন ম্যারাডোনা, নতুন মেসি, নতুন রোনালদো।
হ্যাঁ, অতীতে নতুন পেলে, নতুন ম্যারাডোনা, নতুন মেসি, নতুন রোনালদোর খোঁজ অনেকবারই মিলেছে। কিন্তু, সময়ের স্রোতে তারা আবার হারিয়েও গেছেন। শুরুতে আভাস দিলেও কেউই পেলে, ম্যারাডোনা, মেসি কিংবা রোনালদো হয়ে উঠতে পারেননি।
এই ফরাসি বালকও ভবিষ্যতে নিজের আইডল কিলিয়ান এমবাপের মতো হয়ে উঠতে পারবেন কিনা বলবে সময়। তবে, ফ্রান্সে ঠিকই নতুন আরেকজন কিলিয়ান এমবাপেকে পেয়ে গেছে। শুধু কিলিয়ান এমবাপের মতো খেলার ধরন নয়, নতুন আবিষ্কৃত ফরাসি বালকের নামও কিলিয়ান এমবাপে!
এরই মধ্যে বিশ্ব তারকার খেতাব গায়ে তোলা এমবাপের পুরো নাম কিলিয়ান এমবাপে লতিন। নতুন আবিষ্কৃত এমবাপের নাম কিলিয়ান এমবাপে এনদৌম্বে ইয়াবা। তার আদর্শও আবার কিলিয়ান এমবাপেই। ১১ বছর বয়সী বালকের জীবনবৃত্তান্ন এখনো সেভাবে জানা যায়নি।
কিলিয়ান এমবাপের সঙ্গে তার পারিবারিক বা আত্মীয়তার সম্পর্ক আছে কিনা সেটাও জানা যায়নি। তবে, এরই মধ্যে ফ্রান্সে ‘নতুন কিলিয়ান এমবাপে’ হিসেবে নিজেকে লাইমলাইটে নিয়ে এসেছেন। মজার ব্যাপার হলো, নতুন এই কিলিয়ান এমবাপের উপর চোখ পড়েছে পিএসজির।
শুধু চোখ পড়া নয়, পিএসজি তাকে পুরোপুরি নজরদারিতে রেখেছে। খুটিয়ে খুটিয়ে পর্যবেক্ষণ করছে তার খেলা। এমনকি নিজেদের আগ্রহের কথা পিএসজি কিলিয়ান এমবাপে এনদৌম্বে ইয়াবার ক্লাবকে জানিয়েও দিয়েছে। কথা-বার্তা মিলে গেলে তার সঙ্গে চুক্তিটাও সেরে ফেলতে পারে পিএসজি!
ছেলেটি বর্তমানে ফ্রান্সের আঞ্চলিক পর্যায়ের ক্লাব রোসি-এন-ব্রিতে খেলছে। বয়স মাত্র ১১। বোঝাই যাচ্ছে, কিলিয়ান এমবাপে জুনিয়র সবে ফুটবলের দীক্ষা নিতে শুরু করেছেন। আর তাতেই মন জয় করে ফেলেছেন সবার।
‘আসল’ কিলিয়ান এমবাপে নিজের আগমন বার্তা বিশ্বকে দিয়েছেন বছর দুয়েক আগেই। তবে গায়ে বিশ্ব তারকার খেতাব লাগিয়েছেন গত জুন-জুলাই রাশিয়া বিশ্বকাপ দিয়ে। বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্স করে দেশ ফ্রান্সকে জিতিয়েছেন বিশ্বকাপ।
ফরাসি বিস্ময়বালক বিশ্ব জয় করেছেন নিজের অপ্রতিরোধ্য গতি দিয়ে। মজার বিষয় হলো, নতুন কিলিয়ান এমবাপেরও নাকি তারকা এমবাপের মতোই প্রচণ্ড গতি।
বিস্ময়ের এখানেই শেষ নয়। নতুন এই এমবাপে খেলতে পারেন মাঝমাঠ, রক্ষণভাগ এবং আক্রমণভাগেও! তবে মাঝমাঠই নাকি তার সবচেয়ে পছন্দের জায়গা। গণমাধ্যমের যা খবর, তাতে নতুন এই এমবাপেকে খুব দ্রুতই দলে ভিড়িয়ে ফেলতে পারে। সেটা হলে, অদূর ভভিষ্যতেই হয়তো একসঙ্গে দেখা যাবে দুই এমবাপেকে। মাঝমাঠ থেকে এক এমবাপে বল বানিয়ে দেবেন, আরেক এমবাপে গোল করবেন।
এক এমবাপেই পিএসজিকে নেইমার-কাভানির শূন্যতা বুঝতে দিচ্ছেন না। কে জানে, দুই এমবাপে একত্রে হলে পিএসজির হয়তো নেইমার-কাভানিদের দরকারই হবে না!