শুক্রবার   ১৯ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৩ ১৪৩২   ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতবে পিএসজি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৩২ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের খেলায় ম্যানচেস্টার ইউনাইডেটের বিপক্ষে ২-০ গোলের ঐতিহাসিক জয় পেয়েছে পিএসজি। প্রথম কোন ফরাসি ক্লাব হিসেবে ওল্ড ট্রাফোর্ডে জিতেছে টমাস টুখেলের দল। সেই সাথে চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বে কিছুটা সুবিধা জনক অবস্থানেও আছে তারা।

 

এদিকে সতীর্থদের এই ঐতিহাসিক জয় মাঠের বাইরে বসেই দেখতে হয়েছে দলটির প্রধান তারকা নেইমারকে। লিগ ওয়ানের ম্যাচে ইনজুরির কারণে ছিটকে পড়েছেন বিশ্বের দামী এই ফুটবলার। খুব সহসা মাঠে ফেরা হচ্ছে না তার। ৬ মার্চ ঘরের মাঠে ম্যানইউর সাথে দ্বিতীয় লেগে মুখোমুখি হবে পিএসজি। ওই ম্যাচেও মাঠে নামতে পারবেন না নেইমার।

নেইমার ছাড়াও মঙ্গলবার মাঠে নামতে পারেননি এদিনসন কাভানি। দলের প্রধান দুই স্ট্রাইকার ছাড়া ইংলিশ জায়ান্টদের বিপক্ষে দলের জয় দারুণ আত্মবিশ্বাসী করে তুলেছে নেইমারকে। ২৬ বছর বয়সী এই ফুটবলারের বিশ্বাস চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা এবার ঘরে তুলবে তার দলই, ‘পিএসজি চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন হবে। শুধু আমাকে নিয়ে পিএসজি নয়—অসাধারণ খেলোয়াড় ও প্রতিভাবান কোচ নিয়ে পিএসজি দারুণ একটি দল।’

দ্বিতীয় লেগের ম্যাচটি প্যারিসে। ঘরের মাঠে যে আলাদা সুবিধা পাবে পিএসজি সেটাও মনে করিয়ে দিলেন ব্রাজিলিয়ান এই সেনসেশন, ‘এছাড়া যখন আমরা প্যারিসে খেলি তখন পিএসজির ভক্তরা দ্বাদশ খেলোয়াড়ের মতো। আমার কোন সন্দেহ নেই, আমরাই চ্যাম্পিয়ন হবো এবং আমিও খেলবো।’

দলের জয়ে নিজে অবদান রাখতে চান নেইমার। তাই তার প্রত্যাশা চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া শেষে মাঠে ঠিকই ফিরতে পারবেন তিনি, ‘চিকিৎসা সবে শুরু হয়েছে। এটা দীর্ঘ প্রক্রিয়া এবং আমি ধীরে ধীরে সেরে উঠব। ঈশ্বরকে ধন্যবাদ, আমার চারপাশে একদল পেশাদার মানুষ, পিএসজি ও বিশ্বজুড়ে সমর্থক আছেন।’

গেল মার্চেও ইনজুরিতে পড়ে ছিটকে পড়েছিলেন নেইমার। পায়ের পাতার মেটাটারসাল হারে চোট পেয়েছিলেন। ওই মৌসুমে আর মাঠেই ফিরতে পারেননি তিনি। ফিরেছেন রাশিয়ার বিশ্বকাপের ঠিক আগে আগে।

এবারও সেই একই স্থানে আঘাত পেয়েছেন নেইমার। মাঠের বাইরে থাকাটা খুবই কঠিন অভিজ্ঞতা বলে জানালেন তিনি, ‘খুব ছোট থেকেই আমি ফুটবল খেলেছি। হ্যাঁ, ফুটবল, ক্লাবের রুটিন কাজ ও সমর্থকদের উষ্ণতা থেকে দূরে থাকাটা খুবই কঠিন। ২০১৮ সালেও আমি এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলাম। আমি জানি, এটা কেমন বাজে। তবে এই অভিজ্ঞতা আমাকে আরো শক্তিশালী করে।’