শুক্রবার   ১৯ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৩ ১৪৩২   ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

রোনালদোর বিকল্প হয়ে উঠছেন বেনজেমা?

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৩১ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

বুধবার চ্যাম্পিয়ন্স লিগের খেলায় আয়াক্সের মাঠে গিয়ে ২-১ গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। দুর্দান্ত ফর্মে থাকা ডাচ ক্লাবটি ঘরের মাঠে রিয়ালকে দারুণ চ্যালেঞ্জই ছুঁড়ে দিয়েছিল। কোনভাবেই স্বাগতিকদের গোলমুখ খুলতে পারছিল না রিয়াল। শেষ পর্যন্ত আয়াক্সের সব প্রতিরোধ ব্যর্থ করে রিয়ালকে প্রথম গোলটি উপহার দেন করিম বেনজেমা। আর দ্বিতীয় গোল আসে মার্কো আসেনসিওর পা থেকে।

 

এদিন ম্যাচের ৬০ মিনিটে দারুণ এক আক্রমণে দলকে এগিয়ে দেন বেনজেমা। এই গোলের মধ্য দিয়ে দারুণ এক মাইলফলকেও নাম লেখান ফরাসি এই ফরোয়ার্ড। চ্যাম্পিয়ন্স লিগে এটি তার ৬০ নম্বর গোল। টুর্নামেন্টের ইতিহাসে তার চেয়ে বেশি গোল করেছেন মাত্র তিন জন ফুটবলার।

১২১ গোল নিয়ে এই তালিকায় সবার ওপরে আছেন জুভেন্টাসে পাড়ি জমানো রিয়ালেরই সাবেক তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। দ্বিতীয় স্থানে আছেন রোনালদোরই প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। তার গোল সংখ্যা ১০৬টি। তিন নম্বরে আছেন রিয়ালের সাবেক স্প্যানিশ তারকা রাউল। তিনি গোল করেছেন ৭১টি। অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে বেনজেমা চতুর্থ সর্বোচ্চ গোল দাতা।

 

এই কীর্তি গড়তে ১১০ ম্যাচ খেলেছেন বেনজেমা। এই সময়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার স্বাদ পেয়েছেন চারবার—২০১৪, ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে।

গেল মৌসুম শেষে রোনালদো রিয়াল ছেড়ে পাড়ি জমান জুভেন্টাসে। রোনালদোর অভাবে চলতি মৌসুমের শুরুতে বেশ ভুগতে হয়েছে মাদ্রিদের ক্লাবটিকে। কোনভাবেই রোনালদোর অভাব পূরণ করা যাচ্ছিল না। দল বদলের বাজারেও রোনালদোর বিকল্প খুঁজে পাওয়া যাচ্ছিল না।

রোনালদোর অনুপস্থিতিতে গ্যারেথ বেল ও বেনজেমার ওপরই ভরসা করেছিল রিয়াল শিবির। কিন্তু মৌসুমের শুরুর দিকটায় হতাশ করেছিলে দুইজনই। তবে মাঝামাঝিতে এসে খোলস ছেড়ে বেরিয়েছেন বেনজেমা। মৌসুমে এরই মধ্যে ১৯ গোল করে ফেলেছেন তিনি। যার মধ্যে চারটিই করেছেন চ্যাম্পিয়ন্স লিগে। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে সর্বোচ্চ গোলদাতার তালিকায় মেসির সঙ্গী এখন বেনজেমা।

২০১২-১৩ মৌসুমে ক্যারিয়ারের সর্বোচ্চ চূড়ায় অবস্থান করেছিলেন বেনজেমা। রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে ৩২ গোল করেছিলেন তিনি। সেই দুর্দান্ত ফর্মে ফেরারই ইঙ্গিত দিচ্ছেন এবার তিনি। লা লিগার শিরোপা পুনরুদ্ধার ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখতে রোনালদোর শূন্যস্থান পূরণের বিকল্প নেই রিয়ালের সামনে। আর সেই বিকল্প হিসেবে বেনজেমার দিকেই তাকিয়ে মাদ্রিদ জায়ান্টরা।