নেইমার-কাভানিকে ছাড়াই ইতিহাস গড়ল পিএসজি
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:২৯ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

মঙ্গলবার রাতে ইতিহাসই গড়ল প্যারিস সেইন্ট-জার্মেই (পিএসজি)। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর প্রথম লেগে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডকে তাদের মাঠে গিয়ে হারিয়ে এসেছে তারা। হারতে ভুলে যাওয়া ম্যানইউকে মাটিয়ে নামিয়ে ওল্ড ট্রাফোর্ডে ২-০ গোলে হারিয়েছে টমাস টুখেলের দল। প্রথম ফরাসি ক্লাব হিসেবে ম্যানইউর মাঠ থেকে জয় নিয়ে বাড়ি ফিরল পিএসজি।
তাও আবার দলের সেরা দুই তারকা নেইমার ও এডিনসন কভানিকে ছাড়া। দলের হয়ে গোল দু’টি করেছেন কিমপেমবে ও কিলিয়ান এমবাপে। এদিকে গোল না পেলেও ম্যাচজুড়ে অসামান্য খেলে ম্যাচ সেরা হয়েছেন ইউনাইটেডেরই সাবেক তারকা অ্যাঙ্গেল তারকা ডি মারিয়া।
ম্যাচের প্রথমার্ধটা অবশ্য সেইভাবে জমেনি। দুই দলকেই মনে হচ্ছিল কেমন উদ্যমহীন। এসময় বল দখলে কেউ কারো চেয়ে পিছিয়ে না থাকলেও প্রতিপক্ষের রক্ষণে ভীতিও ছড়াতে পারেনি।
ম্যাচের ২৮ মিনিটে গোলের একটি বড় সুযোগ পেয়েছিলেন এমবাপে। কিন্তু ম্যানইউর গোলকিপারকে একা পেয়েও ব্যর্থ হন রাশিয়ার বিশ্বকাপ মাতানো ফরাসি এই ফরোয়ার্ড।
তবে দ্বিতীয়ার্ধে ফিরে ধীরে ধীরে খোলস থেকে বেরিয়ে আসতে থাকে দুই দলই। বাড়ায় আক্রমণের গতিও। তবে সাফল্য আসে কেবল অতিথিদের পা থেকে। ম্যাচের ৫৩ মিনিটে পিএসজিকে এগিয়ে দেন কিমপেমবে। ডি মারিয়ার কর্নার কিক ফাঁকায় থাকা কিমপেমবে ডি গিয়াকে বোকা বানিয়ে জালে জড়ান তিনি। এর মিনিট সাতেক পর ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। সেই ডি মারিয়ার বাড়ানো বল ফাঁকায় পেয়ে তাকে গোলে পরিণত করেন ফরাসি ফরোয়ার্ড।
এদিকে একেবারে শেষ মুহূর্তে দ্বিতীয় হলুদকার্ড দেখেন পল পগবা। ফলে স্বদেশি ক্লাবের বিপক্ষে খেলতে নেমে লাল কার্ড নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী দলের এই সদস্যকে।