শুক্রবার   ১৯ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৩ ১৪৩২   ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

জুভেন্টাসের জয়ে রোনালদোর জাদু

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:২০ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

রোববার ক্রিস্তিয়ানো রোনালদোর জাদুতে জয়ে ফিরল জুভেন্টাস। এদিন দলের হয়ে গোল করার পাশাপাশি পর্তুগিজ এই তারকা অবদান রেখেছেন সতীর্থের গোলেও। ফলে সাস্সুয়োলোর মাঠ থেকে ৩-০ গোলে জয় নিয়ে ফিরেছে সিরি ‘আ’র জায়ান্ট ক্লাবটি। গেল সপ্তাহে পার্মার বিপক্ষে ঘরের মাঠে দুই গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ৩-৩ ড্র করেছিল তুরিনের ক্লাবটি।

 

এদিন সামি খেদিরার গোলে ম্যাচের ২৩তম মিনিটে এগিয়ে যায় জুভেন্টাস। ডি-বক্সের মুখ থেকে রোনালদোর জোরালো শটটি সাস্সুয়োলোর গোলরক্ষক রুখে দিলেও বিপদমুক্ত করতে পারেননি। আর এই সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন খেদিরা।

ম্যাচের ৭০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। আসরে এই নিয়ে সর্বোচ্চ ১৮ গোল করলেন তিনি। আর ৮৬ মিনিটে রোনালদো পাস থেকে বল পেয়ে দলের তৃতীয় গোলটি করেন এমরে কান।

এই জয়ে ২৩ ম্যাচে শীর্ষে থাকা জুভেন্টাসের পয়েন্ট ৬৩। দ্বিতীয় স্থানে থাকা নাপোলির পয়েন্ট ৫২। ৪৩ পয়েন্ট নিয়ে ইন্টার মিলান আছে তৃতীয় স্থানে।