শনিবার   ১৬ আগস্ট ২০২৫   ভাদ্র ১ ১৪৩২   ২১ সফর ১৪৪৭

মেসেঞ্জারে এলো ‘বুমেরাং’ ভিডিও

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:১৩ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৮ বুধবার

নতুন ফিচারগুলোর মধ্যে একটি হলো ‘বুমেরাং’। ফিচারটির মাধ্যমে ইনস্টাগ্রামের মতো সংক্ষিপ্ত, লুপড ভিডিও বানাতে পারবেন গ্রাহক। নতুন এই ভিডিও ফিচারটি অনেকটাই অ্যানিমেটেড জিফ-এর মতো-- খবর প্রযুক্তি সাইট সিনেটের।

নতুন ফিচারগুলোর মধ্যে আরেকটি হলো সেলফি মোড। এর মাধ্যমে গ্রাহকের ছবির চারপাশে বাড়তি উজ্জ্বলতা এবং ব্যাকগ্রাউন্ড ঘোলা করে গ্রাহককে ছবিতে ফোকাস করা হবে।

বর্তমানের তিনটি ক্যামেরা অপশন সাধারণ, ভিডিও এবং টেক্সট-এর সঙ্গেই নতুন দুইটি মোড পাবেন গ্রাহক।

এর পাশাপাশি ছবি ও ভিডিওতে যোগ করার জন্য নতুন অনেক অগমেন্টেড রিয়ালিটি স্টিকার যোগ করেছে মেসেঞ্জার। এ ছাড়া ছুটির মৌসুমের থিমের মাস্ক ও ফিল্টার যোগ হয়েছে এতে।

ফেইসবুকের পক্ষ থেকে বলা হয়, প্রতিদিন দুই কোটির বেশি গ্রাহক মেসেঞ্জারে ক্যামেরা ইফেক্ট ব্যবহার করেনে এবং মেসেঞ্জারে প্রতিদিন স্টিকার পাঠানো হয় ৪৪ কোটি।