বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৬ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

অঙ্কুশের জন্মদিনে ভিন্ন সেলিব্রেশন প্রেমিকার!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:০৬ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

ভ্যালেন্টাইনস ডে, অর্থাৎ প্রেমের দিন। আর এই দিনেই জন্মেছিলেন টলি অভিনেতা অঙ্কুশ। ফলে জমজমাট সেলিব্রেশন তো হবেই। সকলের মতোই জন্মদিন অঙ্কুশের কাছে স্পেশ্যাল। এই স্পেশ্যাল দিনে অঙ্কুশকে কীভাবে উইশ করেছেন প্রেমিকা ঐন্দ্রিলা?

সোশ্যাল মিডিয়ায় নিজেদের দুটি ছবি শেয়ার করেছেন ঐন্দ্রিলা। তিনি লিখেছেন, তোমার জীবনে অনেক সাফল্য এবং খুশি কামনা করি। শুভ জন্মদিন।

ঐন্দ্রিলা-অঙ্কুশের সম্পর্কের কথা টলি মহলে কারো অজানা নয়। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে সামনেই বিয়ে করবেন, এ ইঙ্গিত দিয়েছিলেন অঙ্কুশ। ঐন্দ্রিলাও বিয়ের প্রসঙ্গ এড়িয়ে যাননি। 

 

যদিও বিয়ে কবে, এ প্রশ্নের এখনো পর্যন্ত সরাসরি উত্তর দেননি অঙ্কুশ বা ঐন্দ্রিলা কেউই। জন্মদিনে সোশ্যাল মিডিয়াতে অনুরাগীরা ছাড়াই ইন্ডাস্ট্রির একটা বড় অংশ নায়ককে শুভেচ্ছা জানিয়েছেন।