শ্রীদেবীর মৃত্যুর এক বছরে বিশেষ পূজার আয়োজন
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:০৩ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার
বলিউড ইন্ড্রাস্ট্রির এক কিংবদন্তী অভিনেত্রী ছিলেন শ্রীদেবী। কিন্তু ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি হঠাৎই চলে না ফেরার দেশে চলে যান তিনি। তার আচমকা মৃত্যু এখনো মেনে নিতে পারেন না অনেকেই। প্রায় এক বছর কেটে গেলেও কাপুর পরিবারের সদস্যরাও এখনো এই অপূরণীয় ক্ষতি সামলাতে পারেননি।
এদিকে, বৃহস্পতিবার শ্রীদেবীর উদ্দেশে চেন্নাইয়ের বাড়িতে পূজার আয়োজন করা হয়েছিল।
বনি কাপুরের আয়োজন করা পূজায় অনিল ছাড়াও কাপুর পরিবারের বহু সদস্য উপস্থিত ছিলেন। শ্রীদেবীর দুই মেয়ে জাহ্নবী এবং খুশিও সব নিয়ম মেনেই এই পূজায় অংশ নিয়েছিলেন বলে খবর। তিথি অনুযায়ী শ্রীদেবীর মৃত্যুর পর এক বছরের কাজ এই পূজার মাধ্যমেই করলেন বনি।
দুবাইতে গত বছর এক আত্মীয়ের বিয়েতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হয়েছিল শ্রীদেবীর। তার মৃত্যুর পরে ‘ধড়ক’-এর মাধ্যমে বড়পর্দায় ডেবিউ করেন জাহ্নবী। আদরের জানুর বলি ডেবিউ দেখে যেতে পারেননি শ্রীদেবী।
