চিত্রনায়ক ফারুক আহত
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:৫৯ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার
মঞ্চ থেকে নামতে গিয়ে পা পিছলে আহত হয়েছেন চিত্রনায়ক ও এমপি আকবর হোসেন পাঠান (ফারুক)।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মহাখালীতে অবস্থিত আই পি এইচ স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারুক। সেখানে অনুষ্ঠান শেষে মঞ্চ থেকে নামার সময় পা পিছলেন পড়ে যান তিনি।
জানা গেছে, ফারুক পা পিছলে প্রথমে মাটিতে লুটিয়ে পড়েন। পড়ে তাকে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। এ সময় এক্স-রে করে দেখা যায়, তার পায়ের গোড়ালির হাড়ে সামান্য ফাটলের সৃষ্টি হয়েছে।
বর্তমানে তিনি তার বাসায় চিকিৎসাধীন রয়েছেন। সুস্থ হতে তিন থেকে চার দিন সময় লাগতে পারে।
প্রসঙ্গত, এবারই প্রথম নির্বাচনে অংশ নেন ঢাকাইয়া সিনেমার মিয়াভাই খ্যাত অভিনেতা ফারুক। ঢাকা-১৭ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়ে তিনি ভোট পান ১ লাখ ৬৪ হাজার ৬১০টি। আর ধানের শীষ প্রতীক নিয়ে তার প্রতিদ্বন্দ্বী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ পান ৩৮ হাজার ৬৩৯ ভোট।
